পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ। لالاولاد { কাতরা রমণী কহুে—“তোমার জননী আমি, “আমি মায়া দেবী, আমি ত্রিদিব ছাড়িয়া । *আপিন্ন আকুল শোকে, তোমার নিষ্ফল ব্রত, “তোমার জীবন শুষ্ঠ মূরতি দেখিয়া ।” আশ্বাসি মায়েরে যোগী-কহিলা দয়ার্দ্র স্বরে - *ভয় নহি, তব গর্ভে জনম আমার *হবে না নিষ্ফল, নাহি হইরে নিষ্ফল বাক । * অলিত ঋষি ; – শোক কর পরিহার ! “ংব আমি বুদ্ধ মাত । হয় যদি ধরাতল “বদীর্ণ শতধা, হয় মুমেরু প্লাবিত, “চন্দ্র, স্বৰ্য্য, গ্রহ, তার হয় যদি ভূপতিত “মরিব না, নাহি ত্ৰত করি উদযাপিত।” জননী গেলেন চলি স্বপনের ছায়ামত, হইগেন শাক্যসিংহ যোগে দৃঢ়তর । নিমজ্জিত দিবানিশি একাসনে একধ্যানে, লঙ্ঘিতে তপস্তা-বলে সমুদ্র স্তর। ক্রমে ক্রমে বাহ জ্ঞান, হল পূর্ণ তিরোধান, সিদ্ধার্থ অস্তুর জ্ঞানে শুদ্ধ অবস্থিত, নিশ্চল নিপন দেহ, পূর্ণ অবরুদ্ধ শ্বাস, বনে যেন বনদে-মৃদ্ধতি স্থাপিত। দিন যায়, রাত্রি ষয় ; ঋতু যায়, বর্ষ ৰায় ; এইরূপে ছয় বর্ষ হইল অতীত । কত বর্ষ, কত শীত, কত গ্রীষ্ম খরতর, । কত ঝড়, কত বক্স, নাহিক পৰিত। । মাংগহীন কলেবর হইল দুৰ্বল ক্লশ। । নালির পথে স্থা করলে প্রবেশ ।