পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী। ميالا ولم د' জানি কাম, মৃত্যু আর, বিস্তু তপস্তার পথে, জিনিয়াছি কাম, তোরে জিনিব এবার।" কহে মৃত্যু ঘোর কণ্ঠে-পালিবে না শাক্যসিংহ । দুই দিন পরে আমি আসিব আবার " " | হলো মৃত্যু অন্তৰ্হিত। “আসিব ছ'দিন পরে”— ধ্বনিতে লাগিল ধ্বনি কৰ্ণে অনিবার। আসিলে দু’দিন পরে শাক্যসিংহ কোন মতে করিবেন পুনঃ ভার গতি নিবারণ ? . ত দিন পরে আর থাকিবে না এ শরীর, শরীর বিহনে প্রাণ রবে না কখন। আবার নিরাশ আসি ছাইল মনসাকাশ, হইলেন চিস্তান্বিত সিদ্ধার্থ এবার, করিবেন কি উপায় ? ভাবিলেন হয় ! বুঝি মানবের নহে সাধ্য মানব-উদ্ধার । এমন সময়ে যেন আলেকি আকাশপূক্ত • আসিলেন ধীরে ইন্দ্ৰ নামিয়া ধরায়, স্বন্দর ত্রিতন্ত্রী করে শোভিড়েছে রত্নময় । বিস্ময়ে সিদ্ধার্থ চাহি চিত্রাপিতপ্রায় । ত্রিতন্ত্রীর একতার ছিল প্লং, বাজিল না ; এক তার গেল ছিড়ি টানিলে বিষম ; श्मद इक्वेन्न वैशि बांखन छूठौष्ट्र তার, করিয়া যোগীর কর্ণে ক্ষুধা বরিষণ। . চলি গেলা দেবরাজ ; বুঝিলেন শাক্য যোগী শরীর বিলাসে প্লথ, কিংবা নিপীড়িত, করিলে তপস্ত সিদ্ধি হইবে না কদাচিত, করিতে হইবে এই দেহ সঞ্জীবিত।