পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুৰ্ব্বাস । কুরুক্ষেত্র। с е% পুড়ি মনস্তাপানলে,-জগতে এমন নাহি বুঝি দুঃখ আর -ছাড়ি মৰ্ত্ত্যলোক, ওই বুঝি আকাশেতে রয়েছে ফুটিয়া সেই ক্ষুদ্র স্নেহফুল ! এই দীর্ঘকাল নাহি জানি ভাই কোথা ।” o কাদিল রমণী, দর দর দুই ধারা বহিলনয়নে। পতিচিন্ত, একমাত্র সন্তী রমণীর মহাধৰ্ম্ম, অল্প ছিন্ত মহাপাপ তার । নারীর আবার কে বা পিতা, মাতা, ভ্রাতা ? তাহার'সৰ্ব্বস্ব স্বামী । বিবাহের সনে ছাড়ি পিতৃকুল, পতিকুলেতে স্থাপিত হয় অরুন্ধতী মত । হ’লে বৃক্ষান্তর, ভাঙ্গিয়া পড়ক ঝড়ে, পড়ক কুঠারে পুর্ব তরু, আছে তাহে কি দুঃখ লতার ? "ভ্রাতার সাম্রাজ্য-সাধ যাক রসাতলে। ইচ্ছা-এই দণ্ডে পোড়া যজ্ঞকাষ্ঠখনি ভাঙ্গি ঝড়রূপ ধরি, করি খণ্ড খণ্ড কুঠারে অস্থিপঞ্জর”—কহিয়া স্বগত, কহিল কাতর-কণ্ঠে শিহঁরি রমণী“শিব ! শিব ! একি কথা ! ইহা যদি, প্ৰভু ! নারীধৰ্ম্ম আৰ্যদের, অনাৰ্য্যা এ দাসী পরিবে না তাহা কভু করিতে পালন। বিবাহের পরে থাকি অনার্য্যা আমরা পিতৃবাসে, পিতৃকোলে, জননীর বুকে, ভ্রাতা ভগ্নীগণ সঙ্গে গলায় গলায় !