পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ। । ১৬২৫ পাপকৰ্ম্ম-ফলে জন্ম হইবে না আর ; জয়-ব্যাধি.মরণের হইবে নিৰ্ব্বাণ । ধীরে ধীরে মহানিশি হইল.প্রভাত । অরুণ-উদয় সহ উঠিল ভাসিয়া অরুণের মত এই নির্বাণের জ্ঞান ৰোগীর হৃদয়াকাশে । এত কাল পরে, ছয় দীর্ঘ বৎসরের তপস্তার পরে, পূর্ণ আজি মনোরথ । যেই জ্ঞান তবে হইলেন রাজপুত্র সন্ন্যাসী ভিখারী, করিলেন ছয় বর্ষ তপস্ত কঠোর অলৌকিক চিন্তাতীত, করিলেন ক্ষয় মনোহর কলেবর,—তরু কুমুমিত । সছিলেন অন্যহারে, অঙ্গে অনাবৃত, ছয় শীত, ছয় গ্রীষ্ম, ছয় বরিষার ঘোরতর বরিষণ ; সে দুলভ জ্ঞান হইয়াছে প্রকটিত হৃদয়ে তাহার t হৃদয়ে তাহার আর নাহি চঞ্চলত, নাহি আশ, নাহি তৃষ্ণ, নাহি অম্বুরাগ, নাহি অবিস্তার ছায়া ; হৃদয় তাহীৰু নিৰ্ব্বাত নিষ্কম্প মহাশান্তিপারাবার। । নাহি কৰ্ম্মফল-রেখা পুনর্জন্ম বীজ, । उशिव बौदन-श्रश्, झरश्द श्नि । জন্মের নির্বাণ, অ'র নির্বাণ মৃত্যুর, হইয়াছে সৰ্বরূপ দুঃখের लीिन t নিৰ্বাণের জ্ঞানালোকে স্থায় জাহার সুশীতল সমুজ্জল! কত জম্বাস্তরে,