পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । Sుచి তোমার নির্বাণ-ধৰ্ম্ম করিয়া প্রচার, করিয়া উদ্ধার জীব, কর সিদ্ধ তুমি জীবের সর্বার্থ, দেব ! হউক সফল তোমার সিদ্ধার্থ নাম। যাউক ভাসিয়া কালগর্ভে তব নাম করি বিতরণ নিৰ্ব্বাণ-অমৃত জীবে যুগ যুগান্তর ” এই হাহাকার, এই ভিক্ষা করুণার দ্রবিল হৃদয় ; দৃঢ় প্রতিজ্ঞা-বন্ধন করিল শিথিল ; বুদ্ধ করিলেন স্থির করিবেন নবধৰ্ম্ম জগতে প্রচার। কিন্তু হায় । উপদেশ কাহাকে প্রথম, করিবেন ? শ্রদ্ধাবান বিনয়ী তেমন, হৃদয় অপক্ষপাতী, মোক্ষ-অভিলাষী, কে আছে শুনিবে ধৰ্ম্ম, গুনিয়া বুঝিবে, বুঝিয়া করিবে তাহা গ্রহণ, ধারণ ? কোথায় এমন পাত্র ? হইল স্মরণ রামপুত্র রুদ্রকেরে। কোথায় এখন রামপুত্র ? বুদ্ধদেব বসিলেন ধ্যানে ; দেখিলেন সপ্তদিন হইল অতীত রামপুত্র কালগত। আরাড়কালাম ওখন পড়িল মনে । কোথায় লে এবে ? আবার বসিয়া ধ্যানে দেখিল স্থগত তাহার জীবনলীলা হইয়াছে শেষ তিন দিন। বুদ্ধদেৰ ছাড়িয়া নিশ্বাস । কহিলেন-“তবে ধৰ্ম্ম কহিব কাছারে " > তখন পড়িল মনে শিষ্য পঞ্চজনে। ।