পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>も8b" - নন্দ্ৰে এৰাকী। গোপা অবনতমুখে শুনিলেন এ আদেশ, ' একটিও রেখা নাহি হ’লে রূপান্তর, তাহার প্রশান্ত মুখে; কেবল লইয়া বুকে কহিলা রাহুলে, চুদ্ধি ললাট মন্দর– ** “যাও বৎস প্রাণাধিক । ষাও জনকের সনে, পুণ্যের পশ্চাতে যেন সুখ নিরমল, পতি যার নারায়ণ, পুত্র মা গো ! দেবশিশু, সিদ্ধ তার নারীজন্ম, তপস্তার ফল * চলিলেন বুদ্ধদেব পশ্চাতে রাহুল, নন্দ, . দাড়াইয়া কক্ষে সব নীরব স্তম্ভিত, উদ্বেল উচ্ছ্বাসে শাক্য যুবা বৃদ্ধ শত শত বুদ্ধের চরণ-প্রান্তে হইল পতিত । যুবা বৃদ্ধ শত শঙ লইল নিৰ্ব্বাণ ধৰ্ম্ম, চলিল পশ্চাতে বস্তা-তরঙ্গের মত ! গোপার বিলাস-কক্ষ হইল কি মহাতীৰ্থ ! হইল কি বৈরাগ্যের ক্ষেত্রে পরিণত । বস্তার কল্লোলমত ব্যাপিয়া বিশাল পুরী ব্যাপিয়া কপিলৰন্ত উঠিল রোদন ; শত শত নরনারী করিতেছে হাহাকার, cকবল গোপার স্থির প্রশাস্ত বদন । কিছুদিন মহাযোগী থাকিয়া কপিলবনে করিলেন প্রতিদিন পিতৃ দরশন ; কহিলেন নব ধৰ্ম্ম ; পাইলা নিৰ্ব্বাণামৃত * नरथाॉउँौऊ नब्र नंद्रिौ, निङ ७rकोनन ! 擊 擊 犧 賺 কিছু দিন পরে বুদ্ধ শুনিলেন কেশৰীতে ।