পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । *Sల8ఫె অন্তিম শয্যায় বৃদ্ধ নৃপতি শায়িত। আসিয়া কপিলপুরে শাক্যকুল-শেষরৰি দেখিলেন হইতেছে ধীরে অস্তমিত । - পুত্ররূপী নারায়ণ নিরথির নরপতি । অস্তিমে হইল চিত্ত শাস্তিতে পূরিত, আনন্দাশ্র কুনয়নে, হইলেন নরপতি অনন্ত নিৰ্ব্বাণ-মুখে ধীরে নিমজ্জিত । পিতার অস্ত্যেষ্টিক্রিয় করিলেন লোকনাথ, ধীরে সেই চিতাবহ্নি হইলে নিৰ্ব্বাণ, • আসি শাকা-নারীগণ কহে কঁদি শোকাকুলা— “দাসীদেরে পদপ্রান্তে দেও প্রভু ! স্থান ।” একে একে শাক্যগণ লইয়া সন্ন্যাসব্রত লইয়াছে সবে নব ধৰ্ম্মের আশ্রয়, অনাথাবষণী-পূর্ণ হইয়াছে কাপুরী, হয়েছে কপিলবস্তু অনাথা-অভ্যালয় । নাহি রাজা, কে করিবে ইহাদের ধৰ্ম্ম রক্ষণ ? বুদ্ধদেৰ শুনিলেন ভিক্ষণ করুণার । স্বজিলেন স্থপবিত্র শুদ্ধ সন্ন্যাসিনীসক্স, হইলেন গোপাদেবী অধিষ্ঠাত্রী তার । মহাবৃন বিহারেতে রাখি শিষ্যশিষ্যগণ, নির্জন কৌশাম্বী-শৃঙ্গে, শান্তিময় স্থান, হইল সমাধিমগ্ন ; হইল কপিলবস্তু, দি দিবপ্রতিম শাক-সংসার শ্মশান ।

مسسيستمنسمه W