পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । > 、 な● নিমন্ত্রণে বড় ভাই আর এক দিন নিমন্ত্রিল শিষ্যগণ ছাড়িয়া তাহারে । মনোহঃখে ছোট তাই কহিতে লাগিল— *হয় । আমি ভ্রাতৃস্নেহ হ’তেও বঞ্চিত হইম, কি কাজ তবে থাকিয়া এ মঠে । হ’ব রত দান ধ্যানে হয়ে গৃহবাসী ।” একদা প্রত্যুষে মঠ যাইতে ছাড়িয়া দেখিল সে বুদ্ধদেব দাড়াইয়। পথে । কহিল চরণে পড়ি—“ভাতীর আদেশে ছাড়ি মঠ যাইতেছি হইতে সংসারী।” কহিলেন দেব—*cছাট পথিক গ্রহণ করিয়াছ পৰ্ম্ম তুমি নিকটে আমার । ভ্রাতার কথায় কেন ছাড়িবে এ মঠ ? এস তুমি, কর বাস নিকটে আমার ।” নিয়া বসগৃহে তাকে করুণানিদান, শুভ্র বস্ত্রখণ্ড এক করিয়া প্রদান, কহিলেন-“বস্ত্রখণ্ড কর সজঘর্ষণ দুই করে, কহ অlর—মলিনতা মম চিত্তের হউক দুর ” বস্ত্রখণ্ড যত করিল ঘর্ষণ তত হইল মলিন । ভাবিতে লাগিল ভিক্ষু—“শুভ্র বসনের ঘটিল হায় রে পরিবর্জন কেমন । বস্ত্র-শুভ্রতার মত হয় । পৃথিবীর সকলি অনিত্য, হায় ! সকলি অসার ” বৈরাগ্য উঠিল ভাসি হৃদয়ে তাহার । বুদ্ধদেব এই শুভ মুহূৰ্ত্তে আসিয়া v&& -