পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯৫৮ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। কহিলেন—“হইয়াছে কলঙ্কিত বৎস! শুভ্র বাস, নহে তব বিষয় চিস্তাব । কামু-চিন্তা মহাপাপ কলঙ্ক বিষম রছিয়াছে চিত্তে তৰ কব বিদূরিত ! ধূলি ত কলঙ্ক নহে কলঙ্ক এ কাম । সাধু ধারা এ কলঙ্ক করিয়াছে দুর। -- - শলক্ষ নীকে কলঙ্ক এ ক্রোধ সাধু যারা, এ কলঙ্ক করেছে মোচন । ধূলি ত কলঙ্ক নহে, কলঙ্ক এ মোহ । সাধু যারা এ কলঙ্ক হইয়াছে পার।” এভ দিন জড়-জ্ঞানে ছোট পথিকের পশিল জ্ঞানের জ্যোতি, হুইল উজ্জ্বল । রাজগৃহ শৈল মূলে "কুও সপ্তধারা” । মগধের রাজলক্ষ্মী বিম্বিসার রাণী আসিলেন ক্ষেমাদেবী স্নান অভিলাষে । “সপ্ত ধারণ* ঢলিতেছে মুখ সপ্তধারা নিরমল সুশীতল পুণ্যপার মত । উপরে বিহাবে বসি ধৰ্ম্ম স্থধারাশি চলিছেন বুদ্ধদেব অনস্ত-ধারায় নিরমল মুশীতল নরনারী প্রাণে সংখ্যাতীত ; নরনারী শত সংখ্যাতীত ' লক্টতেছে অভিনব ধৰ্ম্মের আশ্রয় । ভক্তির সে শ্রেণীতে ভাসি রাণী আত্মগরা, পবিতরি বহুমূল্য বসন ভূষণ পরিয়া গৈরিক বাস হইল দীক্ষিতা । । রাঙ্গরাণী গুইলেন দীনা ভিখারিণী !