পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ : ১৬৫৯ সমুদ্র-কল্লোল মত ঘোর কোলাহল উঠিল মগধরাজ্যে, ছাইল ভারত, হইল প্রচার-স্রোতে প্লাবন সঞ্চার । মগধ, অযোধ্যা প্লাবি, প্লাবি পঞ্চনদ, . ভাসু ইয়। দাক্ষিণাত্য, মিশিল সাগরে প্লাবন-প্রবাহ বেগে, নিল ভাসাইয়া ক্ষঙিজীত-জীবঘাতী ৰজ্ঞ নিরমম । ভ্ৰমিয়া প্লাবন-মুখে দেশদেশাস্তরে, উড়াইয়া তর্ক-স্রোতে তৃণরাশি মত্ত প্রতিষেঙ্গ-প্রচলিত নানাধৰ্ম্ম যত, চতুশ্চত্বাৱিংশং বর্ষ করিয়া প্রচার নবধৰ্ম্ম ; নবধৰ্ম্ম করিলা স্থাপিত অসমুদ্র-হিমাচল বক্ষে ভারতের । , ভ্যাসিলেন মনোহর মুকুল পৰ্ব্বতে কৌশাম্বীর, ভগ্নদেহ শ্রমে অবসাদে, বfরষার চতুৰ্ম্মাস করিতে যাপন । একদিন তথাগত ডাকি শিষ্যগণে কষ্টিলেন—“ভিক্ষুগণ ! ধৰ্ম্ম চক্র মম মৃতনে করিয়া শিক্ষা, করিয়া সাধন, লভ নির বাণ সবে ; করিব প্রচার কর এই জগতের দুঃখের নিৰ্ব্বাণ ? ইহলোক পরলোক নিৰ্ব্বাণ-মধার শাস্তিময় মুখময় কর মানবের । ভিক্ষুগণ । তথাগত থাকিবে না আর দীর্ঘকাল এ জগতে ; মাসজ্বয়ে আর হবে নিৰ্ব্বপিত্ত জন্ম, লক্তিৰে নিৰ্ব্বাণ ।