পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । ఆఅరి বসি যোগাসনে স্থি , বনদেব মত, জটার কিরীট শিরে, মুদিত নয়ন । বন-অবসরে খণ্ড জ্যোৎস্ন। নিৰ্ম্মল পড়িয়াছে দেব-অঙ্গে, প্রশান্ত নয়নে, সুবৰ্ণ দর্পণে যেন,—বর্ণে মৰণের উজ্জল কাস্তিতে বন কার সমুজ্জল । নীরবে আনন্দ বসি ভূষিত নয়নে দেখিছে সে দেবরূপ ভক্তিতে বিহ্বল । উন্মেষি আকর্ণ-শ্রস্তি প্রশস্তি নয়ন চাহি ফুল্ল চন্দ্রপানে কণ্ঠে গদগদ কহিল—“আনন্দ ! দেখ, যদি কেহ কহ চণ্ডের মাংসায়ে মৃত্যু ঘটিল মামার, পাইবে সে বড় ব্যথা । কহিও চণ্ডেরে— স্বল্পতার অন্নে বুদ্ধ হইলাম আমি, লভিলাম নিরবীণ অন্নেতে তাহার বড় পুণ্যবান চও । এই দুই জন সিদ্ধার্থের হিতকারী মুহৃদ পরম । ষাও বৎস । শিষ্যগণে কর সমবেত, জীবমের শেষ কথা কহিব আমার ” ধীরে ধীরে শিষ্যগণ হইল মিলিত, ভক্তি বিষাদের ধেই ছায়া সুগভীর পড়িয়াছে হৃদয়েতে ভাসিছে বদনে, হইল গভীরতর ফুল্ল চন্দ্রালোকে । প্রণমি চরণে সবে বসিল নীরবে চারিদিকে শাস্ত স্থির, চাহিয়া নীরবে সেই দেব মুখপানে নেত্রে অবিচল ।