পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>°电挚 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । 8

  • প্রচ্ছন্ন সে মহাতত্ত্ব মানব-নয়ন দেখিবে না । আবরণ পর আবরণ মানবের জ্ঞানবলে হবে উত্তোলিত ; রবে তবু আবরণ পর আবরণ।

& “এই দেখি—আছি আমি, আছে চরাচর, সংখ্যাতীত চন্দ্র স্বৰ্য্য, গ্রহ, সংখ্যাতীত । সংখ্যাতীত সম্মিলিত জড় ও চেতন হইতেছে নিত্য কৰ্ম্ম-চক্রে আবৰ্ত্তিত ! “এই দেখি-চক্রাকারে ভ্ৰমে ঋতুগণ ; ভ্ৰমে দিবা নিশি পক্ষ , গ্ৰছ সংখ্যাতীত চক্রে চক্রে মহাশূন্তে করিছে ভ্ৰমণ, করিয়া,অনন্ত মন্দ্রে অনস্ত প্লাবিত। ማስ “এই দেখি—জন্মে চক্রে বীজেতে অঙ্কুর, অঙ্কুরেতে বৃক্ষ, বৃক্ষে ফুল, ফুলে ফল, • ফুলে পুনঃ বীজ ; জলে জন্মে ৰাম্পরাশি, বাম্পে জন্মে মেঘ, পুনঃ মেঘ হয় জল । ty *হইতেছে মহীচক্রে নিত্য আবৰ্ত্তিত জড়-চেতনের সিন্ধু অনন্ত অতল ; এই মহসিন্ধু-গর্ভে বিশ্ব চরাচর छलदिश भङ डे#ि' झझे८ऊ८झ छल।