পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ఆళి ఆ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। ' ভাসিল সে চন্দ্র করে, চলিল বহিয়া বসন্তের নৈশানিলে, উঠিল ভাসিয়া চন্দ্রদীপ্ত গঙ্গনের নৈশ নীলিমায়, বসন্তের চন্দ্রদীপ্ত শু্যামল ধরায় । শিষ্যগণ এককণ্ঠে ধ্বনিল – “নিৰ্ব্বাণ !” ধ্বনিল -নিৰ্ব্বাণ” স্থির স্তব্ধ শালবন । "নিৰ্ব্বাণ” ধ্বনিল শশী, নৈশ নীরবতা । ধ্বনিল অনন্ত বিশ্ব—"নিৰ্ব্বাণ ! নিৰ্ব্বাণ ” . মহাশোকে পরিপূর্ণ হইল হৃদয় শিষ্যদের – সেই শোক শাস্তু, সুগভীর,— অবাত বিক্ষুব্ধ সিন্ধু । একে, একে, একে শিষ্যগণ ধীরে ধীরে অসিয়া নিকটে করিল প্রণমি শেষ, করিল গ্রহণ শেষ পদধূলি, আর সে নেব-মুরতি নিরগিল শেষ এই জনমের মত । ধূনিত কার্পাসে নব করিয়া আবৃত, সুসিক্স মুরভি ভৈলে, করিল স্থাপিত দেব-দেহ স্বচন্দন কাষ্ঠের চিতায় । অস্ত গেল পূর্ণচন্দ্র মিতাভ নশ্বর , , অস্ত গেল! আলোকিয় অশীতি বৎসর পূর্ণচন্দ্র অমিতাভ ধৰ্ম্ম জগতের । শিষ্যগণ, ভারতের স্থপতিমণ্ডল, পুষ্পাবৃত ভস্মরাশি করিলা স্থাপিত দেশদেশান্তরে ; দস্ত করিলা স্থাপিত সিন্ধুর অপর পারে সিংহলের পতি, মন্দির গগনস্পশী করিয়া নিৰ্ম্মণ ।