পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

,, . . খৃষ্ট—সূচনা : צ"ג'טיבי “ষে যথা আমাকে চাহে, তাকে তথা ভজি আমি। পার্থ। সৰ্ব্বরূপে নর মম পথ অনুগামী।” গীত . دد-م র্তাহারা কোন ব্যক্তি বিশেষের ধৰ্ম্মমত অনুসরণ করেন না । অতএব, র্তাহীদের ধৰ্ম্মের নাম * নাই । তাহার একমাত্র প্রকৃত নাম মানব-ধৰ্ম্ম । সত্যই ইহার প্রাণ, মনুষ্যত্ব ইহার লক্ষ্য । মনস্বী মানব মাত্রই ইহার শিক্ষক, সৰ্ব্ব অবস্থার মানবই ইহার অধিকারী ! শিক্ষিত, অশিক্ষিত, সকলেরই মনুষ্যত্বপথে অগ্রসর হইবার জন্ত অবস্থানুযায়ী সোপানশ্রেণী নিয়োজিত রহিয়াছে । কৃষ্ণোক্ত অবতার তত্ত্বানুসারে কৃষ্ণ, বুদ্ধ, খৃষ্ট, মহম্মদ, চৈতন্ত সকলই আর্য্যধৰ্ম্মাবলম্বীদের কাছে অবতার স্বরূপ পূজনীয়। এই বিশ্বাসের বশবৰ্ত্তী হইয়া আমি মেথু-প্রণীত খৃষ্ট-মাহাত্মা হইতে সংক্ষেপে খৃষ্টদেবের সরল ভক্তিপ্রাণ জীবনী ও ধৰ্ম্ম উদ্ধত, ও কাল তায় অনুবাদিত, করিয়া প্রকাশ করিলাম । অবশিষ্ট ধৰ্ম্ম গুরু চতুষ্টয়ের এরূপ জীবনী প্রকাশ করিবার আশা রহিল । তাত পূর্ণ হইবে কি না তাহারাই জনে ন ।