পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

بها খৃষ্ট | • আমি কহিতেছি সত্য, পৃথিবী আকাশ যত দিন না হইবে লুপ্ত অপ্রকাশ, যত দিন না হইবে সৰ্ব্বার্থ-সাধন, ধৰ্ম্মের কণাও লুপ্ত হবে না কথন । এক ক্ষুদ্র ধৰ্ম্মনীতি লঙ্ঘিবে যেজন, লজিঘতে শিখাবে, স্বর্গ পাবে না কথন । সাধিবে আপনি, পরে শিখাবে যে জন, স্বৰ্গ-রাজ্যে হইবে সে প্রতিষ্ঠাভাজন । আমি কহিতেছি সত্য, ধাৰ্ম্মিকতা তব শ্রেষ্ঠতায় যদি নাহি করে পরাভব ধৰ্ম্মব্যবসায়িগণ, 'ফেরেশি’ অধম, স্বৰ্গ-রাজ্য তোমরাও পাবে না কখন । শুনেছ প্রাচীন মুখে,— ‘করেন। হনন ; যে করিবে হত্য, দণ্ড পাইবে সেজন ।” আমি কহিতেছি, ক্রোধ করিবে ষেজন অকারণে, হুইবে সে দণ্ডের ভাজন । অপরে নিৰ্ব্বোধ মাত্র যদি কেহ বলে, নিশ্চয় সে হবে দগ্ধ মরক অনলে । অতএব বেদিমূলে আনি উপহার, হয় কোনো মনোবাদ স্মরণ তোমার, ফেলি উপহার গিয়া মনের মিলন করিয়া ভ্রাতার সহ, পূজিও তখন। সত্বর করিবে তব বিবাদ ভঞ্জন, পাছে শক্র কারাগারে করে নিপতন । আমি কহিতেছি সত্য, হবেন। উদ্ধার, যতদিন সৰ্ব্বস্ব স্ত হবেন তোমার ! ৬