পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: 8 জর ২ক । নবীনচন্দ্রের গ্রন্থাবলী। ক্ষত্ৰিয়-অদৃষ্ট-গ্রহ যোগবলে আমি ফিরাইব যেই মতে হেলা’য়ে তর্জনী, নিশ্চয় হইবে তাহে সন্ধি অসম্ভব, ভস্মিবে উভয় পক্ষ শিমূলের মত । জয়ী পক্ষ এই রণে, বাসুকি আমরা ! নীরবে চিন্তিয়া ঋষি কহে অধোমুখে— “কর্ণের শিবিরে গিয়া কহিবে গোপনে । নাগেন্দ্ৰ আসিতে স্থো গভীর নিশীথে, ” না, দাদা ! একে ত রাস্ত হইয়াছ তুমি দীর্ঘ পথ পর্যাটনে। অবসন্ন দেহু । কাতরে মাগিছে শ্রাস্তি, পড়িছে ভাঙ্গিয়া মূলখুন্ত তরু যেন । তাহাতে তোমায় দেখে যদি কোন জন, চিনে যদি কেহ, হইবে শত্রুর মনে সন্দেহ বিষম । মহা-অন্ধকারে নাহি পারে লুকাইতে মহীরুহ, ক্ষুদ্র লত। অলক্ষিত সদা । নছে তুমি, যাৰ আমি । ষষ্ঠ সৰ্গ । কুরুক্ষেত্রে পুতুল খেলা । - جسد : حسمسمه স্বর্ণ প্রদীপ স্বগন্ধ-বিতরি, সুমঙ্গ আলোক সহ, আলোকিছে চারু পার্থের শিবির, বহে ধীরে গন্ধবহ ।