পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*\&వ$9 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কি মহত্ব ? তা’ত করে যত জ্বরাচারে । অংঙ্গম ভ্রাতারে করি প্রীতি সম্ভাষণ কি মহত্ত্ব ? করে নাকি নরকুলাধম ? অতএব হও পূর্ণ, পূর্ণ সনাক্তন তোমাদের স্বর্গস্থিত পিতার মতন। assssssssssssssssssa ৩ অধ্যায় । “লোকের সমক্ষে, লোকে দেখাবার তরে, সাবধান ! করিও না কোনরূপ দান ; তাহা হ’লে পাইবেন কোনো পুরস্কার, তোমাদের স্বর্গস্থিত জনকের স্থান । করেন। ছন্দুভি-ধ্বনি কর যবে দান, করে যথা পাইবারে লোকেতে সুনাম ধৰ্ম্মগুহে, রাজপথে, ভগু কুরাচর ;– পাবে তার তাহাদের যোগ্য পুরস্কার । ধখন করিবে দান, যেন সাবধান, দক্ষিণ করের কার্য্য নাহি জানে রাম। : গোপনে করিলে দান, জনক তোমার দিবেন প্রকাশে তিনি পুরস্কার তার । কর ববে উপাসন, ভণ্ডের মতন করিও না ধর্শ্বগৃহে, রাজ পথে আর, দাড়াইয়া, আকৰ্ষিতে লোকের নয়ন,— পারে তার তাহীদের যোগ্য পুরস্কার । প্রবেশি আপন কক্ষে, রুদ্ধ করি দ্বার,