পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্ট। . স্বর্গের শকতি সব উঠিবে কঁপিয়া । তখন-আক্কুশে চিহ্ন হবে প্রদর্শিত মানবের তনয়ের, হবে বিষাদিত • সমস্ত মানব জাতি , দেখিবে তখন— মানব-তনয় গৰ্ব্বে করি আরোহণ স্বৰ্গীয় মেঘের পৃষ্ঠে আসিছে আবার, অতুল গৌরবাৰিত, শকতি-আধার ! সেই ৰুি, সেই দণ্ড নাহি জানে নর ; নাহি জানে স্বৰ্গবাসী—জানেন ঈশ্বর । সতত প্রস্তুত থাক, এমন সময়, জানিলে না, আসিবেন মানব-তনয় । প্রভু আসি দেখিবেন যেই ভূত্য র্তাব কার্য্যরত, তাহাকে দিবেন পুরস্কার। দেখিবেন যেই ভূত্য স্বকার্য ভুলিয়া, দুষ্কার্ষো, আমোদে রত, তাহকে কাটিয়া প্রেরিবেন ত্বরাচার পাপীর সদন, উঠিবে রোদনধ্বনি দন্তের ঘর্ষণ । স্বৰ্গরাজ্য জানিও সে কস্তাদের প্রায় দীপ হস্তে ছিল যারা বর-প্রতীক্ষায় । বুদ্ধিমতী পাঁচজন দীপের সহিত তৈলাধারে নিল তৈল করিয়া সঞ্চিত । বুদ্ধিহীন৷ পাচজন, প্রদীপ কেবল নিল সঙ্গে, না লইল তৈলের সম্বল । বয়ের বিলম্ব দেখি শুইল সকল, নিশীথে আসিল বর, হলো কোলাহল । স্বাদের ছিলন তৈল গিয়াছে নিবিয়া । .# ·ද්