পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্ৰীষ্ট । ১৭৩ওঁ “দেখ ইহুদির রাজা ! কি শোভা অ! মরি ” অঙ্গে দিগ থুথু সবে, কেড়ে নিযু তার করের সে যষ্ট, শিরে করিল প্রহর । এইরূপে উপহাস করি কিছুক্ষণ কড়িয়া লইল পুনঃ আরক্ত বসন । পরই য়া পুনৰ্ব্বার আপন বসন নিল ধরি, ক্রুশ শূলে কহিল অর্পণ। বধ্যভূমে পিপাসায় হইলে কাতর, দিল তিক্তমিশ্র সির্ক নিষ্ঠুর বর্বর । পাপীর। তাহাকে শূলে করিয়া অৰ্পণ, লইল বণ্টন করি অঙ্গের বসন । লিখে দিল অপবাদ মস্তক উপরে-- “যিশু, ইহুদির রাজা” উপহাস ক’রে । দক্ষিণে ও বামে তার তস্কর যুগল দিল খুলে সেই সঙ্গে। নেত্ৰ ছলছল “ক্ষমা কর"-কহে ধিগু চাহি উদ্ধ পানে— “কি করে ইহারা, পিতঃ ! কিছুই না জানে।” পথিক যাইতে করি গালি বরিষণ, উপহাস করি করে জিজ্ঞাসা—“কেমন মন্দির করিয়া ধ্বংস নিৰ্ম্মাতে আবার পাবু তিন দিনে, কল্প রক্ষা আপনার । ঈশ্বরের পুত্র যদি, আইস নামিয়া ।” প্রধান যাজকগণ কহিল হাসিয়া— “করিলেন ত্রাণ পর, কিন্তু আপনার করিবারে পরিত্রণ, নাহি সাধ্য র্তাৱ । ইহুদির রাজা যদি, নামিয়া এখন ?