পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী। » ፃ ‹‹9 দ্বিতীয় অধ্যায়। جب مصیسے ٭ جسم ساصہ মুরুকেশী । নৌকা তাহার বজরার নিকটস্থ হইলে অনাথনাথ দেখিলেন, হালে দুর্গাপ্রতিমার মত একটি অনিদ্যমুনারী ত্রয়োদশ কি চতুর্দশ বৎসরের বালিক, এবং তাহার সম্মুখে নৌ ক্ষার ছাদের উপর বসিয়া চারি পাঁচ বৎসরের একটি অতি সুন্দর শিশু । দুইটিই স্নেহমণ্ডিত মাধুর্য্যের প্রতিমূৰ্ত্তি। কোমলতা, স্নেহ ও লাবণ্য, উভয়ের দেহ হইতে ঝরিয়া পড়িতেছিল । দেখিলেই বোধ হয়, উভয়ের মধ্যে যেন ভ্রাতা ভগ্নীর মত স্নেহসম্পর্ক । যে ছ’ জন দাড় টানিতেছিল, অনাথনাথের তাহাদিগকে স্বামী স্ত্রী বলিয়া বোধ হইল, এবং উভয়ের উৎকট দাম্পত্যপ্রেমালাপ শরতের দক্ষিণানিল এইরূপে তাহার কর্ণে আনিতে লাগিল । স্বামী। না, সম্মুখে যদি বজরা দেখিয়া থাক, উহা স্থানীয় জমিদারের হইৰে । নৌকা তাহার কিঞ্চিৎ দূরে উত্তরে লাগাও। স্ত্রী। তোর ষেমন বুদ্ধি, উত্তরে কেন, দক্ষিণে লাগাও । স্বামী। দক্ষিণের বাতাস । দক্ষিণে লাগাইলে আমাদের । নৌকার বাতাস ও রান্নার ধোয় জমিদারের বজরায় যাইবে, তিনি বিরক্ত হইবেন। 嫌 ५. + * कौ ।। ७थन दूशि शकि८१द्र दाउन ? धझ केि नां८५ ।। বাতাস ষে উত্তর দিক হইতে বহিতেছে, তাহাও টের পাইতেছ না? আর কোথাকার জমিদার যে তাহার ভয়ে আমরা উত্তর দিকে নৌকা লাগাইব ? লাগা নৌকা দক্ষিণদিকে।