পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

鳴 কুরুক্ষুেত্র, সকলের মূলে ভকতি, ভগিনি। - না থাকে ভকতি যদি, পাইতে আমায় চাবে কেন তুমি। : জ্ঞানে কৰ্ম্মে নিরবধি ? জ্ঞান পূদে পদে পতঙ্গের মত যেখানে যাইতে চায়, ভক্তি-বিহঙ্গিনী উধাও সেখানে উচ্ছ্বসে উড়িয়া ষায় ”— অন্তঃমনে কৃষ্ণ করিয়া উত্তর * • রহিলেন চিন্তাকুল। ভাবিলেন মনে ংস-নিস্বদন— “হ’তেছে বড়ই ভুল। একে ত কোমল পার্থের হৃদয়, বীরত্ব আর্দ্র দয়ায় ; "বালিকার এই করুণা-উচ্ছ্বাসে বুঝি গীতা ভেসে যায় ” বুঝিল উত্তর পার্থের হৃদয় হয়েছে কাতর অতি, কিঞ্চিৎ ভাবিয়া আশ্রতে হাসিয়ু! কহে প্রত্যুৎপন্নমতি— "হে বাবা । ত তুমি বহু দিন ধরি পুতুলগুলি অামার দেখ নাই, আজি আনি গিয়া সব, দেখিবে কি একবার ?” ছুটিল বালিকা * বিজলীর মত, আনিল ভরিয়া ডালা