পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । سوا8 ۹ نم বাহির হইয়া আসিয়া সম্মুখের আবরণ উন্মোচন করিল। দর্শকগণ সবিস্ময়ে দেখিল, বালিকা নয়ন মুদ্রিত করিয়া নিশ্চল স্বর্ণপ্রতিমূৰ্ত্তির মত একখানি তীক্ষুধার তরবারির অগ্রভাগের উপর বসিয়া আছে । - - কিশোরী তখন অবলম্বন বিহীনা, মুদ্রিত নীলাজনেত্ৰ বসি শূন্তাসীন । বিমুক্ত কবরী আলুলায়িত কুঞ্চিত, • করিয়াছে গ্ৰীৰ অংস উরস আবৃত । শে-অন্তরালে চারু মুখ অনিন্দিত, শেভিতেছে পূর্ণচন্দ্র মেঘরেখাঙ্কিত । ঈমং হেলিয়া গ্রীবা পড়িয়াছে বামে, মাধুরী বসিয়া যেন করুণার ধ্যানে । শোণ্ডিতেছে দেহগত রক্তবাসাবৃতা, সন্ধ্যার রক্তিম যেন মেম্বরেখাঙ্কিত । অবশ যুগগ কর পড়ি অযতনে, যেন অঙ্কপুষ্পপাত্রে চর্চিত চন্দনে । ক্রমে আরও মেঘাচ্ছন্ন হ'ঠেছে আকাশ, বহিতেছে আরও বেগে সমুদ্রবাতাস । , কুঞ্চিত অগক কৃষ্ণ উড়িতেছে ধীরে, তুগিয়া হিপ্পোল নীল সরসীর নীরে । • "মেঘাচ্ছন্ন সিন্ধুবেল পৰ্ব্বত, কানন, ঢোলের গম্ভীর শব্দ সমুদ্রগর্জন, গম্ভীৰ্য্যপূর্ণিত বাজিকরের সঙ্গীত, সোণার প্রতিমা শৃঙ্কে বসিয়া মূচ্ছিত নিরাশ্রয়া, দীনহীন, চেতনবিহীন, । কি করুণ, কাতরতা, কিবা মধুরিম,