পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭৫২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সত্তানের মত স্নেহ করিতেন। তাহাদের মুখে মুখী, তাহদের দুঃখে দুঃখী হইতেন, এবং দুঃখের উপশম করিতে প্রাণপণে যত্ন করিতেন। প্রজারা তাহাদিগকে দেবতার মত পুজা করিত। । এই দরিদ্র দেশে প্রজাভূম্যধিকারীর এই সম্পর্ক নিয়ম ছিল । এখন জটিল আইন ও আইন-ব্যবসায়ীদের কল্যাণে তাহার ব্যতিক্রম হইয়া উঠিলেও, এখনও তুই এক স্থানে, বিশেষতঃ বুনিয়াদি জমিদারে, দৃষ্ট হয় । هي বাল কবালিক আস্থার করিলে অনাথনাথ বালিকাকে জিজ্ঞাসা করিলেন,-“তোমার নাম কি ?” • ‘ *} উত্তর । ভানুমতী । প্রশ্ন । তোমার অন্ত কোন নাম নাই ? উত্তর । জানি না । প্রশ্ন । এই বেদে কি তোমার পিতৃ ? छेखद्र ! मj । প্রশ্ন ! তোমার পিত। তবে কে ? উত্তর । জানি না । - প্রশ্ন । তোমাকু মাতা কে ? উত্তর । জানি না । বালিকা অধোমুথে অতিশয় করুণ বিষয় ভাবে डेड१ দিতেছিল । * , প্রশ্ন। ভূমি কোথায় ইহাদের সহিত মিলিত হইলে উত্তর । জানি না ; প্রশ্ন । তুমি কেন ইহাদের সঙ্গে মিলিত হইলে । w उँख्द्र । खनूछे । অনাখনাৰ শুনিলেন, বালিকা বােপক্ষদ্ধকণ্ঠে তাহার শেষ । প্রশ্নের উত্তর নি। তিনি নিলেন যে, ঈশ্বর প্রত্রে বালিকার