পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । እግ¢❖ ; র্যস্থলে আঘাত করিয়াছে, এবং তাহার মনে গভীর শাকের সঞ্চার করিয়াছে। তাহার মুখ গম্ভীর হইল। তাহার ন্ত্রিীর নয়ন সজল হই অনাথনাথ আর তাহার পরিচয় লইবার চষ্টা না করিয়া, তাহাকে একটা গান গাইতে বলিলেন, এবং নিজে হারমোনিয়মের কাছে গিয়া বসিলেন ।* বালিকা। কি গাইৰ বাবা ? অনাথ। তুমি কি কীৰ্ত্তন জন মা ? উত্তর । জানি Հ) বালিকার ‘বাবা’ সম্বোধনে অনথিনাথের কর্ণে, এবং তাহার মা’ সম্বোধনে বালিকার কর্ণে যেন অমৃত ঘঞ্চারিত হইল। দুটা প্রাণ যেন সেই অমৃতের সঙ্গে দ্রবীভূত, মিশ্রিত হইয়া গেল । বালিকা হারমেনিয়মের সঙ্গে অতি কোমল করুণ কণ্ঠে স্থানীয় কবি ত্রিপুরাচরণ রয়ের একটি গীত গাইতে লাগিল,— & > বাছারে জীবন-জুড়াদে ! এস বস কাছে ! বেধে দি ধড়া চূড়া, ও বাপ ! সে ঠে র বেল ব’য়ে গেছে ! . - & বেণু স্বরে ডাকছে বঙ্গাই,— - আয় অয় আয় রে কানাই, . তুই বিনে ষে যায় না রে গাই । তোর পানে চেয়ে আছে । J} বাছ রে । তেfপ্ল মার মাথা খা, গfহন বনে য{সনে এক • তুই বিনে প্রাণ যায় না রাখl, তোর মুখ চেয়ে বঁাচে । trث