পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्ल ১৭৬৪ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। দিবেন বলিয়া, বেনীেকে বিদায় করিয়া বলিলেন,—ঝড় বেশী হইলে তোমরা আমার কাছারীতে গিয়া আশ্রয় গ্রহণ করিও।” তাহারা চলিয়া গেলে, তিনি তাহার বজরার বন্ধনাদি দৃঢ়তর করিতে লাগিলেন। তিনি এই সময়ে শুনিলেন যে, বালিকা তাহার নৌকায় বসিয়া আকাশ ও সমুদ্রের সম্মিলনের দিকে চাহিয়াআর এক জন স্থানীয় কবির রচিত গীত গাহিতেছে । +. * কি ভীষণ রণে, দেখ ত্রিভুবনে, নাচে কালী রণরঙ্গিণী । কালী বল, কালী বল, নাচে কাল-বক্ষে কাল-কামিনী ; নাচে কালী কাল-কলনী । ९ নিশ্চল পুরুষ বক্ষেতে তামসী নাচিছে প্রকৃতি, করে ধ্বংস-অসি, ছিন্ন শির, কি রুধির প্লাবে হাম অঙ্গ,—শুমি-অবনী ! r. ు छ्हे कुद्र गइ, इंश् दत्रांडग्न, – লয় বিনা স্বষ্টি স্থিতি নাহি হয়,— সদা শিব, উৰ্দ্ধগ্রীব, দেখ ধ্বংস-মূলে স্থির আপনি । , 8 প্রকৃতি উলঙ্গ – মাত বিবসনা, ললাটে অনল, অঙ্গার-বরণা,