পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলা। به۹د. দেখিয়া তখন তিনি আপনার দ্বিপক্ষ ভুলিয়া গেলেন । তাহার প্রথম ভাবন হইল, সেই অনাথ বালিক ভানুমতীর জন্তে । তিনি ইজরা ত্যাগ করিার সময়ে বেদেদিগকেও কাছারিতে আশ্রয় লইতে বলিয়াছিলেন। fস্তু সকল ঘরে ঘরে অনুসন্ধান করাইয় তাহদের কোনও খবর পাইনে না। তিনি সমবেত লোকদিগকে সম্বোধন করিয়া বললেন,-"তোমরা যদি কেহ সেই বেদদের কি তাহদের পুত্ৰষ্ঠ ছটিকে এখানে আনিতে পার, আমি ১০০ টাকা পুরস্কার দি ” কেহই সাহস করিল না ! এক জন বলিল,--“কৰ্ত্ত ! তাহাবু! কি এতক্ষণ আছে ? কোন কালে সে ছোট নৌকা খণ্ড খণ্ড হুইয়া ভাসিয়া গিয়াছে।” তিনি ক্রমে পুরস্কারের অঙ্ক বাড়াইলেন । কিন্তু সকলে নীরবে শুনিল। তিনি তখন নিজে যাইতে চাহিলেন। তাহাকে তাহারা বলে ধরিয়া রাখিল ; বলিল,- “কৰ্ত্ত কি পাগল n হইলেন? কোথাকার বেদে, তাঙ্গদের জন্তে আপনার প্রাণট। দিবেন ?” তিনি প্রকৃতই আত্মহারা হইয়াছিলেন। তিনি ভাহীদের ছাড়াইয়া, তাহার পত্নী পুত্রের ধোদনে কর্ণপাত না । করিয়া ছুটলেন ; কিন্তু গৃহের প্রাঙ্গণেই ঝড়ের লেগে এরূপ ভাবে পড়িয়া গেলেন যে, আর চলিবার শক্তি রহিল না। উহাকে আবার তাহার ভূত্য ও প্রজার ধরিয়া গৃহে আনিম্ন বসন পরিবৰ্ত্তন করাইল । তিনি বসিয়া, উহাদের কি হইল, কাছারি হইতে দূরবর্তী প্রজাদের কি হইল, ভাবিতে ভাবিছে কঁদিতে লাগিলেন। কিন্তু ৫টার সময় ঝড় ও বৃষ্টির বেগ এরূপ বৰ্দ্ধিত इ३ण, ७भन अकफांद्र श्रेष्ठ ॐण ¢य, ऊँशद्र क% cभादक ऋझ इश्ण ! ঘোর অন্ধকার ঘোর sিশীথিনী ン যেম অপরাহ হইল আমার ;