পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3Գ Գեր নবীনচন্দ্রের গ্রন্থাবলী দিকে ছুটলেন। সে অ লোকটি এবং সে আলোকধারীকে আনিয়া তিনি এই আৰ্ত্তনাদের কিছু সাহায্য করিতে পারেন কি না, দেখিবেন। কিন্তু আলোকের নিকট গিয়া যাহা দেখিলেন, তাহার শরীর শিহরিয়া উঠিল। দেখিলেন, এক জন মুসলমান একটা বাঁশের “বোধা • জ্বালাইয়া মৃত ব্যক্তির দেহ হইতে বস্ত্ৰ অলঙ্কার ইত্যাদি অপহরণ করিতেছে। এক স্থানে ২৩টা লোক একটা কাষ্ঠের সিন্দুক লইয়া টানাটানি করিতেছে। কেহ কেহ থালা, ঘটী বাটি ইত্যাদি নানাবিধ দ্রব্য কুড়াইতেছে। অনাথনাথ বুঝিলেন যে, এ সকল মুক্তদেহ ও দ্রব্যাদি সমুদ্র-প্লবিনে ভাসিয়া আসিয়াছে, এবং এ সকল তস্কর নিকটস্থ কোনও গ্রামবাসী। এক জনকে তিনি জিজ্ঞাসা করিলেন,-“এ কোন স্থান ?" সে এক বিকট হাসি হাসিয়া বলিল,-"দেখছ না, তোমার শ্বশুরবাড়ী। এই যে এক শগুড়ী পড়ে আছে।” এই বলিয়া সে একটা কর্দমাক্ত স্ত্রীলোকের দিকে ছুটিল, এবং তাহাকে উলঙ্গ করিয়া তাহার বস্ত্র ও অলঙ্কারাদি খুলিয়া সইতে লাগিল। হাতের সোণার বাল খুলিবার জন্য সবলে টানিলে স্ত্রীলোকটি সংজ্ঞালাভ করিয়া যাতনায় চীৎকার করিয়া উঠিল । তখন পাপিষ্ঠ তাহার মাথায় এক লাঠি প্রহার করিয়া তাহাকে মাৰিয়া ফেলিয়া আবার বাল টানিতে লা গল । অনাথনাথ আর সহিতে পরিলেন না। তাহার দেহে মৰমাতঙ্গ-বল সঞ্চারিত হইল। তিনি ছুটয়া গিয়া তাঁহারই হাতের লাঠি কাড়িয়া লইয় তাহাকে আঘাত করিলেন । সে হাতের “বেঁধো” ফেলিয়া চীৎকার করিয়া পলায়ন কবিল, এবং তাহার চীংগর শুনিয়া আরও কয়েক জন তাহার পথ অনুসরণ করিল। অনাথনাথ সেই হতভাগিনীকে মা ! মা !

  • অনেকগুলি বাথারি একত্ৰ বঁtথা, এ অঞ্চলে বোধ বলে ।