পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী। ጏዓboእ সপ্তম অধ্যায়। " بیعتعباعچ 3* جمجسسجد প্রকৃতির কুরুক্ষেত্র। স্ববুদ্বীপ সমুদ্র-তীরে। তাহাৰ পশ্চিমে অনন্ত নীল ফেনিল দিগন্তপ্রসারিত মহা-পারাবার। তাহার পূর্ব ও উত্তরে বিস্তীর্ণ মহেশ-খালি ও কুতুবদিয়া দ্বীপ-শ্রেণী । তাহার পূৰ্ব্বে প্রায় দুই ক্রোশ প্রশস্ত সমুদ্র-শাখা এবং তাহার পূৰ্ব্বতীরে চম্বল-গ্রাম । ক্রোশদ্বয়ব্যাপী গ্রামের পূৰ্ব্বে চম্বল-গিরিমালা। অনাথনাথ তবে । কি সেই স্বল্পক্ষণের মধ্যে সমুদ্রতরঙ্গে এতদূর ভাসিয়া আসিয়াছেন ? এত গ্রাম, প্রস্তর, বিশেষতঃ একটি সমুদ্র-শাখা—তিনি কেমন করিয়া ভাসিয়া আসিলেন ? তাই তিনি চম্বল নাম গুনিয়া স্তস্তিত ও বিস্মিত হইয়াছিলেন প্রায় ১০ দশ ক্রোশ ব্যবধান ঝটিকাতড়িত-সমুদ্র-প্লাবনে ভাসিয়া আসিয়া এরূপে গিরি-পাদমূলে পতিত হইয়া জীবিত থাক। ত সামান্ত বিস্ময়ের কথা নহে। একি স্বপ্ন ? একি কোনও অপদেবতার খেলা ? একি আরব্য-উপগ্রাস ? এরূপ অদ্ভুত ঘটনা কি কেহ কথন শুনিয়াছে, না শুনিলে বিশ্বাস কৱিৰে ; র্ত তার কি মস্তিষ্ক বিকৃত হইয়াছে ? এরূপ অদ্ভূত ব্যাপার ত সত্য হইতে পারে না ? বৈরাগীর সঙ্গে সাক্ষাৎ, তাহার মুখে গ্রামের পরিচয় কি বিকৃত মস্তিষ্কের কল্পনামাত্র ? তাহা কেমন করিয়া হইবে ? ঝটগবিধ্বস্ত হতভাগ্য নরনারী, বৈরাগীকে ষে এখনও দেখা যাইতেছে । সে তাহাকেও তাহার আখড়ায় যাইতে বলিয়াছিল, কিন্তু গ্রামের নাম চম্বল শুনিয়া তিনি বিস্ময়ে এমন অভিভূত ও অন্তমনস্ক হইয়াছিলেন যে, তাহার কথার উত্তর পর্য্যন্ত দেন নাই । তিনি আরও দেখিলেন,