পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । < שר ): মানবে; কুঙ্কক্ষেত্র তুলনায় ভাৱ । বালকের ক্রীড়াভূমি ক্ষুদ্ৰ—ক্ষুদ্রতর। , অনাথনাথ এই শোচনীয় চিত্তবিদারক দৃপ্ত অতিক্রম করিয়া লিলেন। কোথায়, কি জন্তে যাইতেছেন, কিছুই জানেন না। iাইতে ঘাইতে আৰ্ত্তের গুশ্রুষা করিতে লাগিলেন । স্থানে স্থানে ভাসিয়া আসিয়া যে বসন পড়িয়া আছে, তাহা কুড়াইয়া লইয়া শ্নের নগ্নত নিবারণ করলেন। শব-স্তুপের নীচে পড়িয়া যাহার জীবিত অবস্থায় হাহাকার করিতেছিল, তাহাদিগকে বহু কষ্টে উদ্ধার করিতে লাগিলেন, এবং মুমূর্যকে ত্রভগবানের নাম শুনাইয়া । শাস্তি দিতে লাগিলেন। জীবিতদিগকে নানারূপ সত্ত্বনার কথা, আশার কথা বললেন। কিন্তু ক্ষুধিত ও পিপাসিতকে কি দিবেন? আহাৰ্য্য কোথাও কিছু নাই। পানীয় জলও অপ্রাপ্য। অসংখ্য পুষ্করিণী আছে। কিন্তু সমস্তই সমুদ্র-সলিলে প্লাবিত হইয়া ষের লবণাক্ত এবং নানাবিধ প্রাণীর মৃতদেহে পরিপূর্ণ হইয়াছে। ক্রোশের পর ক্রোশ ব্যাপিয়া আবাসের কোনও চিহ্নমাত্ৰ নাই । এরূপ অবস্থা হইয়াছে যে, কেহ দেখলে বিশ্বাস করিতে পারেন ন,—এ মহাশশ্নানক্ষেত্র সন্ধ্যাকালে সমৃদ্ধিশালী গ্রামে সজ্জিত ছিল। কোথাও একটী বৃক্ষ পৰ্য্যস্ত দেখা যাইতেছিল না ; ঝটিকাবেগে সমস্ত বৃক্ষ ধরাশী হইয়াছে। কোথাও বা এক স্থানের বৃক্ষ অন্ত স্থানে, এক গ্রামের বৃক্ষ আর এক গ্রামে উড়িয়া গিয়াছে। কোন বৃক্ষ কোথায় ছিল, অনেক স্থানে তাহ স্থির কৱিৰার সাধ্য নাই। গৃহস্থদের বাড়ীর গৃহের চিহ্নমাত্রও নাই – চালকে খুটি কোথায় উড়িয় গিয়াছে। अधन ,ि दांड़ौद्र ভিক্তি পৰ্য্যন্ত জলবেগে এরূপ বিলীন হইয়া গিয়াছে যে, কাহার বাড়ী কোথায় ছিল, তাহাও চিনিবার উপায় নাই। এই সকল ।