পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী। * ఎల বলিলেন,—ম ভগতি। তুই আমাৰ অমিয়কে রক্ষা কবি য়াছিস্ এবং তোর বুরে সেই দয়াময়, হরি আমাকেও রক্ষণ করিয়াছেন - • বালক বালিকা ਦੋਵੇ। প্রেমাননো এক কণ্ঠে বালয়া ডাঠল,— “বাবা " যে এরূপ মহা পলয়ের গ্রাসে পতিত হইয়া রক্ষা পায় নাই, সে এই প্রেম, এই আনন্দ বুঝিবে না । অনাথনাথ পুত্রকে বক্ষে লইয়া সাশ্রনয়নে তাহার মুখচুম্বন করিলেন। বালিকা সাষ্টাঙ্গে ভূতল প্রণত হইয়া শ্ৰীভগবানকে প্রণাম করিয়া তাহার ক্ষুদ্র হৃদয়ের সুশীতল ক্ল জ্ঞ চালারি তাহার চরণকমলে ঢালিয়া fদল। তাহার পবিত্র চক্ষের জলে সৈকতবালুকা সিক্ত হইতেছিল। বালকও পিতার বুকে কমলকোরকনিভ ক্ষুদ্র মুখখানি রাখিয়া কঁাপিতে ছিল । কিছু ক্ষণ উভয়ে নীরব। *শিশু যেন কথা জিজ্ঞাসা করিবে, কিন্তু যেন কি এক অজ্ঞাত আশঙ্কায় জিজ্ঞাসা করিতে পারিতেছিল না। তাহার পিতৃদর্শনজনিত আনন্দের সঙ্গে সঙ্গে যেন সেই আশঙ্কার গাঢ়তর মেঘ তাহার ক্ষুদ্র হৃদয় ছাইয়া ফেলিতেছিল। শেষে বহু চেষ্টার পর তাহার ক্ষীণকণ্ঠকে আরও ক্ষীণতর করিয়া জিজ্ঞাসা করিল, “বাবা মা-কোথায় ?” প্রশ্ন মুখ হইতে নির্গত হইবামাত্র তাহার ক্ষুদ্ধ-হৃদয়ের ধৈৰ্য্যের বন্ধন ভাসাইয় তাহার সমস্ত দিবসের রুদ্ধ শোকস্রোত অমিতবেগে ছুটিগ । বালক মুখ ফুটষ আকুলম্বনয়ে কঁদিতে লাগিল । অনাথনাথ আত্মশোক সংবরণ করিয়া বলিলেন,-“বাবা ধিনি আমাদের তিন জনকে রক্ষ করিয়াছেন, তিনি তোমাব পুণ্যপ্রতিমা মাকেও অবগু বৃক্ষ করিয়াছেন । তিনিও শীঘ্ৰ আসিয়া আমাদের সঙ্গে মিলিং হইবেন " বালক আবার কিছু ক্ষণ নীরব থাকিয় বলিল “উঃ । বুকে কত ব্যথা! বাৰা আমি দিদির কোলে মাইব