পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী । 8ه ميا« চরিতীর্থ হইত। কিন্তু বৰ্ত্তমন মোহস্তগণের ক্রিয়াকলাপ সম্পূর্ণ ভিন্নরূপ। যান্ত্ৰিগণ ও মোহস্তগণকে প্ৰণাম করিয়া প্রণামী দেওয়া দুবে থাকুক, তাহীদের কোনরূপ সংস্রবে পর্য্যস্ত আসিতে চাহে না। কাজেই তীর্থধাম রেলওয়ে পরিণত হইয়াছিল। মোহস্তং টিকিট কাটিয়া, তীর্থধামের সমক্ষে ঘেরা দিয়া, প্রহরী রাখিয়া, বলপূর্বক প্রণামীর স্থলে এত কাল কর বা 'টেক্স’ আদায় করিতেছিল । মহামান্য হাইকোর্ট সেই ঘোরতর উৎপীড়ন হইতে আপাততঃ ধত্রিগণকে উদ্ধার করিয়াছেন। এই অর্থরাশি এবং তীর্থের প্রয়ে সমস্ত আয়ু মোহস্তদের আত্মসেরায় নিঃশেষিত হইতেন্থে ! দেব এবং অতিথি সন্ন্যাসীর দেব নামমাত্রে পরিণই হইয়াছে। মন্দির ও সোপানবলি পর্যন্ত সংস্কারাভাবে ভাঙ্গির পড়িতেছে। জলাশয় সম্ভল শুষ্ক হইয়! যাইতেছে। এ ভাবে আর কিছু দিন চলিলে এ দেশের তীর্থধাম সকল লুপ্ত হইবে। কেবল এখানে বলিষ্মা নহে মা ! ভারতবর্ষের সর্বত্রই এই শোচনীয় অবস্থা । - ভা । বহ । রাজা কেন এই ভগু মোহস্তদিগকে তাড়াইঃ দিয়া তীর্থগুলি বৃক্ষ করেন না ? স। ইংরাজ রাজ্য রামরাজা। অসমুদ্র হিমাচল, আগন্ধ: চট্টগ্রাম, এরূপ প্রগাঢ় শান্তি, যুধিষ্ঠিরের সেই ধৰ্ম্মDBB BBS BBB BB BBBB SBB BBBBBB B BBS BBDD S কিন্তু ইংরাজ বিদেশী, ইংরজি ভিন্নধৰ্ম্মাবলম্বী। এক দিকে আমাদের সনাতন ধৰ্ম্মের উচ্চ আধ্যাত্মিক ভব, আমাদের দর্শনের সুগ্ন জটিলতা, হারা গ্রহণ করতে পারেন না। তঁহী বা ইহাকে পৌত্তলিকতা' বলেন । বাক্য মনের অগোচর পরমব্রহ্মেথ্র বিভিন্ন শক্তির বিভিন্ন প্রতিম যে পুতুল নহে, তারা বুঝিতে পারেন না। অতএব আমাদের সার্বঙ্গেম ধৰ্ম্মকে গুহার