পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । - t* :) স্নেহ করেন, এবং বলেন, ভারতবর্ষে এমন রমণীরত্ব আছে, তিনি চক্ষে না দেখিলে বিশ্বাস করিতেন না । i. অপরাহ্ল। শিবিরচ্ছায়ায় সিন্ধুসন্মুখে অনাথনাথ একখানি চেয়ারে দিসের পরিশ্রমে অবসাদহে বসিয়া আছেন। পদতলে ভানুমতী, যেন দেবপদতলে চম্পকফুলরাশি। সম্মুখে অনস্ত সমুদ্র অপুরাষ্ট্র-রবি-করে তরঙ্গিত তরল সুবৰ্ণরাশির মত শোভা গাইতেছে। অনতিদূরে বাষ্পযান ও অর্ণবধান সকল পাল প্রসারিত করিয়া নানাবিধ অর্ণবচর পক্ষীর মত ভাসিয়া বেড়াইতেছে । অ। মা ! এত দিনে আমি বৃটিশরাজ্যের ও বৃটিশ রাজপুরুষদের একটি মহত্ত্বের দৃষ্টান্ত দেখিলাম। যাহা দেখিলাম, তাহাতে বৃটিশ রাজ্যকে ও বৃটিশ রাজ্যকে পূজা করিতে ইচ্ছা করে। এ অঞ্চল সমুদ্রতরঙ্গমগ্ন হইবার সংবাদ চট্টগ্রাম নগরে প্রচারিত হইবামাত্র, আমাদের করুণহীদয় কমিশনার কলিয়ার iাহেব ( F. R. S. collier ) এ কখন “ষ্টমূলঞ্চ” লইয়া ছুটয়া আসেন। এমন শস্তি, স্থির, শিব তুল্য ব্যক্তি,—এমন নিৰ্ব্বাক, আড়ম্বর-শূন্ত, দৃঢ়, কৰ্ম্মজ্ঞ লোক, ইংরাজ রাজপুরুষদের মধ্যে বিরল। তঁহারই কৃপায় এই ধ্বংসাবশিষ্ট হতভাগ্যগণ অন্নজল পাইতেছে। তাহার পর ওই দেবপ্রতিম ডিক্সন সাহেব একটি কৰ্ম্মাবতারের মত উপস্থিত হইয়া কি অদ্ভুত কম করিতেছেন, তুমি তাহার কিয়দংশ স্বচুক্ষে দেখিয়াছ । তাহা নয়নে অশ্রু, হৃদয়ে করুণ, শরীরে অসাধারণ শক্তি ও সহিষ্ণুতা । মৃতদেহের শোচনীয় দৃপ্ত দেখিয়া, জীবিতদের হাহাকার গুনিয়, তাহাকে কত বার কঁদিতে দেখিয়াছি। . তাহার আহার নিদ্রা নাই বলিলেও হয়। তিনি অনবরত গ্রামে গ্রামে দ্বীপে দ্বীপে ঘুরিয়া কিলে হতভাগ্যদের দুঃখের উপশম হইবে, এবং এ সকল স্থান আবার বাসোপযোগী হইবে, দিবারাত্রি তাহারই জন্ত পরিশ্রম