পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী। 8 لا يواج পৰ্য্যন্ত নাই। হিন্দুরা পুতুল পূজা করে না। পরম ব্রহ্ম মানবইন্ত্রিয়ের, বাক্য মনের অতীত। তাহকে কৈবল তাঁহা শক্তির দ্বারা ধারণা করিতে পারি। হিন্দুরা এক একটি শক্তির প্রতিমা নিৰ্ম্মাণ করিয়া তাহা সম্মুখে রাখিয়া সেই সেই শক্তির পূঞ্জ করে। অদ্ভুত জ্ঞান ও কবিত্বপূর্ণ প্রতিমাতত্ত্ব বুঝাইবার এ স্থান নহে । আপনিও সহজে বুঝিবেন না। তবে এইমাত্র বুঝিয়া রাখুন, খৃষ্টানদের ক্রণ যেমন খৃষ্টের আত্মবলিদানের নিদর্শন, এ সকল প্রতিমাও এক একটি শক্তির ও সত্যের নিদর্শন মাত্র । সা। কিন্তু এই প্রতিমার প্রয়োজন কি ? অ। ক্ৰশের প্রয়োজন কি ? যে কোনও বিদ্যা লিপি তে হইলেই তাহার অক্ষর চাই, গ্রন্থ চাই, শ্রেণী চাই, প্রণালী চাই । সকল বিদ্যা অপেক্ষ যে দুঞ্জেয় তত্ত্ববিদ্যা, তাহা শিক্ষা করিতে কি কিছুই চাহি না? হিন্দুদের প্রতিমাগুলি সেই গরম বিদ্যা শিক্ষার অক্ষর, শাস্ত্র তাহাধু গ্ৰন্থ, সম্প্রদায় সকল শ্রেণী, এবং পূজা বা সাধন:পদ্ধতি তাহার প্রণালী। এখানে অন্যান্ত ধৰ্ম্মের সঙ্গে হিন্দুধর্মের পার্থক্য ও বিশেষত্ব। অন্ত ধৰ্ম্ম শিশু, বৃদ্ধ, মূখ, জ্ঞানী অভেদে এক । হিন্দুধৰ্ম্মে অধিকারিভেদে স্বতন্ত্র সোপান আছে। যাহার যেরূপ শিক্ষা, ও জ্ঞানলাভ হইয়াছে, ধেরূপ মানসিক শক্তি আছে, সে সেইরূপ সোপান অবলম্বন করে । - সা। কিন্তু অধিকাংশ লোক নিম্ন গুম লোপানে থাকিয়া যায় । উৰ্দ্ধে উঠিতে পারে না। তাহার এ সকল পুতুলকেই ঈশ্বর বলিয়া বিশ্বাস করে। অ। তাহী নহে। আপনি সামান্ত এক জন মূখ কৃষককেও জিজ্ঞাসা করুন, সেও বলিবে, এতগুলি ঈশ্বর নাই। ঈশ্বর এক। প্রতিমার বিভিন্ন দেবতার বা ঐশিক্ষশক্তির প্রতিমামাত্র। গল্পী ধনদার, সরস্বতী জ্ঞানদার, ইতিহাৰিণীর, কালী ধ্বংস $