পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ১২৬ নবীনচন্দ্রের গ্রন্থাবলী : সাধুর বেটী সাধু ! আমি কালামুখী । আচ্ছ। যাইতেছি আমি, দিব চূণ তোর বাপের মুখেতে ; এই আমি সাক্ষী আনি । y ছুটিল যুবতী, ছুটিল प्लेडन, আঞ্জুন ধরিলা হাসি।" "ছেড়ে দাও বাবা *—কহে cशै-भू८%– *ছেড়ে দাও, যাই, —আসি ।” ছুটি অভিময় "পশিল শিবিরে, প্ৰণমিয়া গুরুজন , , , কৃষ্ণপদতলে বসে জামু পাতি । জিজ্ঞাসিলা নারায়ণ– “কহ বাবা! শুনি, কার কার সনে করেছিলে আজি রণ ?” “না মামা ! যুদ্ধেতে—” হাসিয়া কিশোয়— *আজি না লাগিল মন । কেবল মাতুল হার্দিকোয় সনে করেছিমু কোলাকুলি, পিসা জয়দ্ৰথ - হয়ে অগ্রসর দিয়া গেল পদধূলি । মাতামহ শল্য আসিন্ধা তথন আরম্ভিলা মহা তুঙ্গ, না হ’তে রগড় ছোট জেঠা আসি করিলেন রস ভঙ্গ ” এ কৌতুকে ঢাকা বীরত্ব অতুল বুঝিলা শক্ৰন্থদন;