পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। . >塾、 ঘনকৃষ্ণ কুঞ্জক্ষেত্রে ; জলিছে কেবল জুরাশীর ক্ষীণালোক হৃদয়ে হৃদয়ে ঘনকৃষ্ণ বিধাদের ঘোর অন্ধকারে । বিষাদের প্রতিমূৰ্ত্তি, জালিয়া হৃদয়ে ছুরাশার ক্ষীণালোকে, চলিয়াছে কারু পাগুব-শিবিরমুখে ধীরে বিষাদিনী, ছাড়ি অলক্ষিত অঙ্গপতির শিবির । শবে, ভগ্ন রথ-কাষ্ঠে; স্থলিত চরণ ‘হইতেছে পদে পটে,--নাহি জানে বাম । ছুটিতেছে চারিদিকে নৈশ-পর্যটক মাংসাহারী হিংস্র পশু, না দেখে নয়নে । বিকট চীৎকার স্থানে স্থানে পশুদের, বীর-কণ্ঠ, উচ্চহাসি, উচ্ছঙ্খল গীত সৈনিকের স্থানে স্থানে, উঠিছে ভাসিয়া নৈখ নীরবতা বক্ষে রহিয়া রহিয়া-- না গুনে শ্রবণে বীমা ! থর চিত্ত্বাস্ত্রেীতে ছিন্ন লতা সম কারু চ*েছে ভাসিয়া । নীরবে এসেছে বাম, যাইছে নীরবে,— চিন্তাকুল, অন্তমনা ; জলিছে হৃদয়ে দুৰ্বাশার ক্ষীণালোক নিরাশ আঁধারে, নৈশ অন্ধকারে ক্ষীণ তারালোক যথা । ভাবিতে লাগিল কারু—“বুঝেছি আগে ছদ্ম নাম জরৎকারু, সেই প্রবঞ্চনা,সেই রুদ্র দরশন-করেছিল মনে । ক্ষীণ সদেহের ছায় অস্পষ্ট সঞ্চার। কিন্তু সহোদর মম ; সরল-হৃদয় ; ; . : (t