পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৪৮ , নবীনচন্দ্রের গ্রন্থাবলী । রাসচক্ৰে সৰ্ব্বভূত প্রেমে নাচিয়া বেড়ায়, ঘুরিছে প্রকৃতি নেচে ধরি পুরুষ-গলায় । n প্রেমের ব্রজ এ ধরা, প্রেমের গোপী আমর, কাল-কালিনীর তীরে প্রেমেতে ভর , জন্মে জন্মে কৰ্ম্মফলে ভ্ৰমি ভব রাসলীলায়,— { নাথ !) নবীনের নাহি দুঃখ যদি হৃদে তোমায় পায় ! অনাখনাথ দেখিলেন, ভানুমতী বৈশাখী জ্যোৎস্নায়' পুলকিত আকাশের দিকে চাহিয়া গাইতেছে, এবং তাহার কপোলযুগল বহিয়া গঙ্গাধারার মত ভক্তি বিগলিত অশ্রদ্ধার ঝরিতেছে । অনার্থনাথ ভাবিলেন জামি কি তবে ভ্রান্ত ?* - ব্রয়োদশ অধ্যায় । «sumo"enninsur বিজয়া । জনাথনাথ বড়ই পত্নী-পুত্র-পরায়ণ ছিলেন। নিমিষের জন্তেও অহাদিগকে চক্ষুর অন্তর করিয়া কিতে পারিতেন না। কান্তিক ঝটিকালস্কুল মাস , তথাপি স্ত্রী পুত্র সঙ্গে করিয়া আপনার জমিদারী পরিদর্শনে গিয়াছিলেন। তাই সকলে মনে করিয়াছিল c६, भशै। शृङ शबाहेब उिनि उब्रड श्हे८बन ; क्रूि ভানুমতীকে সঙ্গে করিয়া তিনি যখন গৃহে ফিসিলেন, তখন সকলে দেখিল, তাহার গম্ভীর, শান্ত ও মধুর প্রকৃতি लांबई अडौ६ ** ७ अषद इंहेबाइ। अरे नितारून