পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

輸 • * ভানুমতী । - ' *8> - শোকের সময়ে তিনি কি যেন এক শান্তিছায়া পাইয়াছেন, । কি যেন এক সঙ্কল্প মনে মনে স্থির করিয়াছিলেন । তাহার মুখে - শৈকের চিহ্ন কেহ দেখিল না ; শোকের কথা কেহ শুনিল না । অতি প্রত্যুৰে" গাত্ৰোখান করিয়া তিনি এক অধ্যায় গীতা পাঠ করেন। ইহা তাহার চির অভ্যাস তাহার পর ভানুমতীকে লইয়া পুরোদানে ভ্রমণ করিয়ু গ্রাম পরিদর্শন করেন। সকলের মুখ-দুঃখের সংবাদ লইয়া, নিজ বাটীর ঔষধালয় হইতে রোগীর ঔষধের ব্যবস্থা করাইয়া, ৰিপরের বিপদ উদ্ধারের উপায় করিয়া দিয়া, এবং ' যাহার যেরূপ অভাব, যথাসাধ্য তাহার অপনোদন করিবার চেষ্টা করিয়া, তিনি গৃহে ফিরেন। ভানুমতী ইহাতে র্তাহার এক জন প্রধান সহায় । অনাথনাথ , গৃহে ফিরিয়া গেলেও সে অনেকক্ষণ গ্রামে গ্রামে বেড়াইত, এবং গ্রামবাসিগণের মুখছধুের পুঙ্খানুপুঙ্খরুপে অনুসন্ধান করিত। সে যেন তাহদের পরিবারস্থ এক জন হইয়া পড়িয়াছিল। শিশুরা তাহাকে দেখিলেই আনন্দে ছুটিয়া আসিত, রমণীরা জোর করিয়া তাহকে আপন আপন বাড়ী লইয়া যাইত, পুরুষেবা তাহার উপর অজস্র আদর বর্ষণ করিত। সকলের মুখে সেই এক কথা, মা ! তুই কোন দেবকন্তু ?” সেও জাতিনির্বিশেষে গ্রামস্থ বৃদ্ধ বৃদ্ধাকে বাবাও মা, ও যুবক যুবতীকে দাদা ও দিদি বলিয়া ডাকিত এবং শিশুদিগকুে পুত্র কন্যার মত আদর করিত। তাহাকে দেখিবামাত্র গ্রামে আনন্দ-কোলাহল উখিত হয়। " অনাথনাথ গৃহে ফিরিয়া ইতিমধ্যে আপনার বিষয়কাৰ্য্য করিতেন। তিনি এখন যেরূপ মনোযোগের সহিত ও পরিশ্রমের সহিত জমিদারীর কার্য দেখিতেন পূৰ্ব্বে এরূপ দেখেন নাই । কৰ্ম্মচারীরা বুঝিল যে, তিনি সমস্ত স্বশৃঙ্খল করিয়া সেরেস্তার