পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"I'& 8 নবীনচন্দ্রের গ্রন্থাবলী। দৈবশক্তি দ্বারা পুনর্জীবিত করেন। আমার বৈরাগিণী কাদিতে লাগিল। সে কোনও মতে মেয়েটকে আপনাকে প্রতাপ করিতে দিবে না। সেই রাত্রিতেই তাঁহাকে লইয়া পলায়ন করে, এবং বহু অন্বেষণে আমি অনেক দিন পরে ত্রিপুরার অন্তর্গত একটি গ্রামে তাহাকে প্রাপ্ত হই। দেখিলাম, ছটিতে বড় আনন্দে । बाट्छ्, cग्टम्रं *१६ांश्नैिौद्र बौवनमश्वि श्ङेव! . ५६ि ८ष,ि তাহাকে 'মা' বলিয়া ডাকিতে আরম্ভ করিয়াছে। তখন আমার সাধ্য নাই যে, তাহাকে বৈরাগিণীর কাছ হইতে সরাইয়া লইয়া আপনাকে প্রত্যপণ করি। yপুরী গোস্বামীও নিয়েধ করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন যে, মেয়েটি ত্রভগবতীর অংশসস্তৃত । কোনও মহৎ কাৰ্য্য সাধনের জন্ত জন্মগ্রহণ করিয়াছে। প্রত্যপণ করিলে তাহীর বিস্তু হইবে। বিশেষতঃ সে যখন আমাকে তাহার কচি মুখে ঈবং হান্ত কবিয়া বাবা বলিয়া ডাকিল, তখন আমার হৃদয়ে একটা বিপ্লব উপস্থিত হইল। সমুদয়ই ঐকৃষ্ণের লীলা,-আমি মায়াপাশে আবদ্ধ হইলাম। এই দশ বৎসর আমি তাহাকে সঙ্গীত ও শাস্ত্র শিক্ষা দিয়াছি। মা আমার স্বত্বং সেই ব্রজকিশোরী কৃষ্ণপ্রেমাচুরাগিণী স্ত্রীরাধা। এমন রূপ, এমন গুণ, এমন ভক্তি, মানুষের হইতে পারে না। আমি বিলুচিকা রোগে আক্রান্ত। আপনি এই পত্ৰ ধন পাইবেন, আমি তখন রাধামে থাকিব না। বৈরাগিবী আমার পূর্বেই বৈকুণ্ঠে গিছে। ঢাকা জেলার অন্তর্গত রাজনগর গ্রামে ঐহরিচরণ দত্তের দোকানে আপনার হারা লক্ষ্মীকে পাইবেন। আপনি তাহকে গ্রহণ করিবেন, এবং এই মহাপাতকী তস্করের པརྟ་, অগাধ ক্ষমা করিবেন। शंउ ১২ই भाष, ১২৯৮ সন ।

  • . . . গুঞ্জকের বাগফাল ।