পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভানুমতী । 48"לג גי পথের ভিখারিণী, রাজনন্দিনী –একটি বিপুল রাজ্যের । উত্তরাধিকারিণী । কিন্তু বাবা । বৈরাগিণী কি রাজনন্দনী হইতে পারে ? তোমার ওই উস্তানের পতাট ষে ভাবে তরুটিকে অবলম্বন করিয়া উঠিয়াছে, বলপূর্ব + তাহার সেই ভাবের, সেই গতির কি পরিবর্তন করিতে পাৱ ? সে জীবনলতা বৈরাগ্য-বৃক্ষ অবলম্বন করিয়া এত দূৰ উঠিয়াছে, তাহাকে স্থানান্তরিত করিয়া সংসারবৃক্ষের ছায়াম্ব রোপণ কৰিলে কি সুখী হইতে পারে ? বাবা এই কয়েক মাস ত তোমার বিপুল সংসারের শীতল ছায়ায় কাটাইলাম। কিন্তু কই ? তোমার ইন্দ্রপুরীসদৃশ রাজপুরী, তোমার এই বিস্তীর্ণ রাজ্য, এই গৌরব, এই সম্পদ; এ সকল ত কিছুই আমার চক্ষে পড়িল না। তোমার ওই দেবমূর্তি, তোমার ওই ীেব-হৃদয়ে, তোমার দেব-ছন্ন ভ জ্ঞান । তোমার পাদপদ্মে মাথ । রাখিয়া তোমার পূজা করিতে পারিলেই জানুমতী সুধী। তাহার জৰিক সুখ সে চাহে না,—তাহার ক্ষুদ্র হৃদয়ে ধারণা করিতে পারে না। বৈরাগী পিতা তাহার হৃদয়ে যে বীজ বপন করিয়াছিলেন, ভূমি এই কয়েক মাস তাহাতে জল-সেক করিয়া অঙ্কুরিত कद्रिबाइ। छूमि क् िडेशद्र कूण कण श्रउ क्रिद ना ? বৈরাগী পিতা আমার ক্ষুদ্র হৃদয়ে একটি ক্ষুদ্র মূৰ্ত্তি স্থাপিত रुद्रेिद्वांश्ध्णिन,-इक् । cउiयांद्र बू५ न६अ उद्, पर्यउरु, छांन, কৰ্শ্ব ও ভক্তিতৰ গুনিতে শুনিতে লে হৃদয় বিস্তীর্ণ হইয়া পডিয়াছে। সেই স্থাপিত ক্ষুদ্র মূৰ্বিট বড়ই মহিমাময় হইয়াছে। এখন কেবল সেই রূপ দেখিতে পারলে, সেই নাম গাইতে পাৰিলেই আমার মুখ । এ স্বৰে অন্ত মুখ স্থান পায় না। । "স্তের স্থা আমার চরণসেবন, । কর্ণের ভূষণ আমার সে নামশ্রণি। ।