পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮৬৬ - নবীনচন্দ্রের গ্রন্থাবলী । করে স্তবে উপবীত ধারণ করিয়াছেন,-উহাই কেবল দেখিবার | যোগ্য। স্থানে স্থানে যখন মেঘজল ভেদ করিয়া উদ্ধে উঠিলাম, তখন স্থানে স্থানে নীচে কিছুই দেখা ৰাইতেছিল না। बअ९ cयघांल्ल श्ब अमृथ श्हेब्र গেল ! কেবল হিমাদ্রি, আকাশের সীমা দেখাইয়া, হৃদয়ে যুগপৎ আনন্দ ও আতঙ্ক জন্মইতেছিল । আর দেখিবার যোগ্য প্রভাত-অঙ্কণালোকে স্ববর্ণমণ্ডিত কাঞ্চনশূঙ্গ বা কাঞ্চন-জঙ্ঘা ৷ # উমেশের উমা সম্বন্ধে আর দু’চার কথা না লিখিলে, তুমি বিরক্ত হইবে। হিমালয়ের অঙ্কে, উমা-উমেশ-শোভা, এই শরৎকালে সন্দর্শন, আমি আমার জীবনের একটি প্রক্কত দুর্গোৎসব বলিয়া চির দিন মনে রাখিব। দাজিলিঙ্গ আজ আমার চক্ষে একটি পুণর্তিীর্থ। ঠাকুরাণীটিকে দেখিতে প্রথম আমাদের মধু বাবুর স্কুলেশ্বরীর মত বোধ হয়। কিঞ্চিৎ মনোং নিবেশ করিয়া দেখিলে, এ ফুলেশ্বরী সম্বন্ধে বলিতে হয়, – "ওরে প্রিয় ফুল তুলনা যে নাই, কি তুলনা দিব ? ... मिटरु कि बनिय ? অতুলন তোরে বলিছে সবাই।” এ স্কুলেশ্বরীর গাম্ভীৰ্যমাখ ঈষৎ হাসিটুকু-জ্যোৎস্নার কোলে ইষং বিজুলী সঞ্চার—মধুসখি স্নেহটুকু, বৈশাখী জ্যোংরাব । অমৃতত্তর ভাবটুকু, বুখি সেই স্কুলেশ্বরীতে নাই। উহার আৰু ইটপুত্র কুষম বিবাজিত। ঈশ্বরের নিকটে প্রার্থনা ক, তাহার দীর্ঘণী হইয়া মাতার উজ্জ্বল মুখ আরো উজ্জ্বল । করুক। আমারও ই বন্ধুত্ব অষ্টি সমান। আর একটি পুত্র, শঙ্কশ্বর করি, মাতার ঐ দেবীমূর্তিতে বিষাদের इब्रा भांभाईंहt