পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- প্রবাসের পত্র। .دوسلا হুইলে, স্থানীয় ইংরাজকৰ্ম্মচারী ও সৈন্তগণ যে স্থানে দুর্গ নিৰ্ম্মাণ ; § করিয়া, একবিংশতি দিবস অতুল সাহসে বিদ্রোহীদিগের প্রতি- .به م : কুলে আত্মরক্ষা করেন, সে স্থানটি মাজ একটি মনোহর পুষ্পেস্থান। তাহার মধ্যস্থলে, উচ্চ সোধ-চুড়ায় শোভিত, কারুকার্যশোভিত—একটি গির্জা । তাহার প্রাচীরে শ্বেত ও কৃষ্ণ মৰ্ম্মর প্রস্তরে, আত্মরক্ষায় র্যাহারা প্রাণ বিসর্জন করেন, তাহদের আত্মীয় ও সহযোদ্ধারা, তাহীদের স্মরণলিপি লিখিয়া রাথিয়াছেন । মাত পিতা পুত্রের জন্যে কঁদিতেছেন, ভগিনী ভ্রাতার জন্তে কাদিতেছেন, অনাথিনী বিধবা পতির জন্যে কাদিতেছেন। এ সকল শোকলিপি পড়িবার সময়ে, অশ্রুসংবরণ বড় কঠিন হুইয়। পড়ে । একজন সৈনিক, দুর্গাবদ্ধ, প্ৰপীড়িত ও পিপাসাতুর রমণী ও শিশুদের জন্তে, পার্শ্বস্থিত কুপ হইতে জল আনিতে গিয়া, আহত হইয়া মৃত্যু-মুখে পতিত হন। তাহার শোকলিপির লিয়ে একটি কৃত্ৰিম কুপ গির্জার মধ্যে নিৰ্ম্মিত হইয়াছে । ইহার পবিত্র জলে খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত করা হইয়া থাকে। আমার ইচ্ছা হইল, এই আত্মবিসর্জনের পবিত্র সলিলে দীক্ষিত হইয়া জীবন সার্থক করি। বেদীর উদ্ধে গবাক্ষ শ্রেণীতে নানাবর্গের কাচে খৃষ্ট-জীবনের নানাবিধ দৃপ্ত চিত্রিত বহিয়াছে। অথচ আমরাই পৌত্তলিক ! কেন্দ্রস্থলে মহর্ষি খৃষ্টের ক্রুশে মৃত্যুর সেই শোকাবহ দৃশু চিত্রিত রহিয়াছে। এমন পবিত্র শোকচিত্র বুঝি আর নাই । চিত্ৰতলে একটি শ্বেতগ্রস্তরের ক্রুশ, তিনটি বক্তবর্ণ রয়ে খচিত হই। শোভা পাইতেছে। গির্জার বাহিরে একটি স্বনার সমাধি। ৰে সকল ইংরাজের কানপুরের শেষ যুদ্ধে নিহত হইয়াছিলেন, । র্তাহীদের অস্থিরাশি এখানে গ্রোধিত রহিয়াছে। যে কুপ হইতে উক্ত সৈনিক থল আনিতে গিয়া বিমােহীদের হন্তে প্রাণত্যাগ করেন, সে কৃপট এখনও সেইরূপ অবস্থা আছে ।