পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১-৭৬ নবীনচক্সের গ্রন্থাবলী । আহত হন, যেখানে তাহার মৃত্যু হয়, উভয় স্থান এখনও চিহ্নিত রছিয়াছে। তাহার সমাধির উপর এই কয়েকটি কথা লেখা আছে—“এখানে সার হেনরি লরেন্স নিদ্ৰা মাইতেছেন, বিনি আপন কর্তব্য সাধন করিতে যত্ন করিয়াছিলেন " কি হৃদয়গ্রাহী কথা ! গৃহ সকল সেইরূপ ভগ্ন অবস্থায় রক্ষিত হইয়াছে। স্থানটি একটি উৎকৃষ্ট উদ্যানে পরিণত করা হইয়াছে। তাহার বৃক্ষচ্ছায়ায় কত বীর ও বীরাঙ্গনা নিদ্রা যাইতেছেন। পত্ৰখানি এই পৰ্য্যন্ত লেখা হইবাব পর, মহেন্দ্র বাবু ৰাড়ী ফিরিয়া আইসেন, এবং আমাকে সঙ্গে করিয়া বাহির হন ; স্বতরাং আর লেখা হইল না ; পর দিবস বিস্তুর বাই, সাম্বাহ্নে অৰ্দ্ধমৃত অবস্থায় আবার কানপুরে ফিরিয়া আসি। কাল কানপুর হইতে রওনা হইয়া, এইমাত্র ১৯এ মে তারিখে ১টার সময়ে, হরিদ্বার পহুছিয়াছি। কাল রাত্রি হইত্তে অtহার হয় নাই। এ দিকে আমার দুর্ভাগ্যবশতঃ এখানেও কাক্টিকী পৌর্ণমাসীর মেলা হইয়া থাকে। পথে ঘাটে ভারতবর্ষের নানাস্থানীয় কুম্মরাশি ফুটিয়া যেমন মন মোহিত করিতেছে, অন্যদিকে, বাড়ী ঘর সকল এত অপরিষ্কার করিয়াছে যে, এক্স মুহূৰ্ত্ত তিষ্ঠিতে ইচ্ছা করিতেছে না । অতি কষ্টে, একটি বাড়ীর ত্রিতলে, একটি অষ্টকোণ পায়রার থোপ-বিশেষ কক্ষ পাইয়াছি। নিয়ে সুনীল ক্ষীণকলেবর মাতর্গঙ্গা, কুলু কুলু রবে বহিয়া যাইতেছেন, সংখ্যাতীত নরনারী তাতে অবগাহন করিতেছে। অপর পারে হিমাচল, নাট্যশালার যবনিকার মত শোভা পাইতেছেন। শরীর অবস, হৃদয়ও তোমাজের পত্র না পাই ডুবি রহিয়াছে ; অতএব এইখানেই শেষ করিলাম। লাহোঁয়ে পহুছিয়া, লঙ্কে, বিস্তুর ও হরিদ্বারের বর্ণনা করিয়া, * :