পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । লক্ষেী । ബത്ത് ബ & আজ আবার লক্ষেীর কথা লিখিব। কিন্তু কি লিখিব ? লক্ষে মুসলমানদের শোকসিন্ধু। রেসিডেন্সির কথা পূর্বে লিখিছি। তাহার পার্শ্বে ই কিঞ্চিং দূরে কেশরবাগ। একটি প্রকাগু প্রাঙ্গণ কল্পনা কর । তাহার চারি পার্শ্বে সারি সারি দ্বিতল ইষ্টকনির্মিত গৃহশ্রেণী। স্থানে স্থানে গোল ও অন্তবিধ বারাও বাহির হইয়াছে। প্রাঙ্গণের মধ্যস্থলে একটি অতি পরিপাটী একতল গৃং। বিস্তৃত খিলানাবলীর উপর স্বরঞ্জিত ছাদ, সারি সারি শোভা পাইতেছে। ইহার নাম “বারদ্বারী’ । ইহার চারি দিকে পুষ্পোদ্যান। এক দিকে ভগ্ন স্নানের ‘হামাম, অন্য দিকে একটি জলপ্রণালী, তাহার উপর এক পোল । চারি দিকের অষ্ট্রলিকাতে শেখ নৰাৰ ওৱাজিদ আলি সাহার ৩৫০ কি ৪•• পত্নী থাকিতেন। তাহাদিগকে লইয়া, নবাব এই কেশরবাগে রাস, ফুেল झेऊाप्ति छौदढ शौण कब्रिाउन । हेशं८ठ স্ত্রীলোক ও নপুংসকগণ ভিন্ন আর কেহ প্ৰৱেশ করিতে পারিত ন। এক এক কক্ষে এক একটি অতুলনীয় রূপসী । পৃথিবীর । যন্ত স্থান রমণীর পুষ্পে দ্যান বলিয়া খ্যাত, সৰ্ব্বত্র হইতে এ ফুল রাশি, নবাব- বাহারের ইঞ্জিয়চরিতা করিবার জন্ত সঞ্চিত হইত। যখন ‘কেশৱ-বাগের পুষ্পোপ্তানে রমণীগণ প্রভাতে ও লায়াহ্নে বিচরণ করিতেন, মনে কয় দেখি, তখন ফুলের সঙ্গে चौक्ड कूण प्रिंभिइ कि अमूर्त c*छ३ श्रेष्ठ । क्रुि ऐशंप्नद्र