পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । סיישישצ আচ্ছাদন চক চক, করিয়া নড়িতেছে দেখিয়া, জনৈক পাশ্চাত্য বৈজ্ঞানিক, বাম্পের শক্তির প্রথম আবিষ্কায় করেন। আজ তাহার উত্তরাধিকারিগণ, সেই বাম্পের দ্বার, বৃহৎ বৃহৎ কলের আচ্ছাদন মাড়িয়া, তদ্বারা চক্রের পর চক্র ঘুরাইয়া, স্থলে শকট, । জলে অর্ণবধান চাগাইতেছেন। রুড়কিতে ইহা দ্বারা কৰ্ম্মকার ও স্বত্রধরের কাৰ্য্য, করিতেছে । কলে লোহা গলিতেছে, গড়িতেছে, ছেচিতে:ছ, কাটিতেছে, এবং জগতের ষাবদীয় লোহার বস্তু নিৰ্মাণ করিতেছে। আবার কলে কাঠ কাটতেছে, রেণ করিয়েছে, এবং এইরূপে কাষ্ঠের নানাবিধ উপকরণ প্রস্তুত করিতেছে। কল-ঘর দেখিয়া, রুড়কির ইঞ্জিনিয়ারিং কলেজ দেখিতে যাই । মধ্যস্থলে একটি গোল কক্ষ, উপরে গুম্বজ, অতি-পরিপাটী, তাহার দুই পার্শ্বে দুই গলির দুই সীমায়, আবার দুইটি"দষং গোলাকার কক্ষ। অতি স্বরঞ্জিত, ইঞ্জিনিয়ারিং চিত্রাদিতে সজ্জিত। বিখ্যাত ইঞ্জিনিয়ারদিগের মূৰ্ত্তি প্রকোষ্ঠকেন্দ্রে, এবং চিত্র দেয়ালে, শোভিতেছে। গলির দুই পাশ্বে, ক্লাসে ক্লাসে ছাত্রেরা বসিয়া বিদ্যাভ্যাস করিতেছে। গৃহটি অতি মুন্দর। আর না। গাড়ী আসিতেছে। ভরসা করি, কাল লাহোর গিয়া তোমাদের পত্র পাইব । মন আকুল বলিয়৷ কোথাও তিষ্ঠিতে পারিতেছি না । "mesmamassmans* বিীর । , আজ বিটুরের কথা লিখিৎ। বিটুরে প্রথমে নানা সাহেবের বাড়ী দেখিতে ৰাই। ইংরাজের মহারাষ্ট্র জয় করি, মহারাষ্ট্রপতি বাজিরাওকে ক্টিরে বন্ধী কবি রাখেন। নানা যুদ্ৰপন্থ