পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । । వe h পর্য্যস্ত বিলুপ্ত হইল স্বকুমার শিশুর রক্তে, हेरव्रांच-बांखा দিল্লীতে পুনরভিষিক্ত হইল। মানবের ইতিহাস কি শিক্ষার স্থল । বিশ্বেশ্বরের বিশ্বরাজ্যের নীতিসমূহ কি দূরদর্শী, কি লঙ্ঘ্য ! তাই বলিয়াছি, দিল্লী হিন্দুদিগের মহাশ্মশান ; মুসলমানদিগের পাঁচটি সাম্রাজ্য দিল্লীর ধূলাতে বিলীন হইয়া গিয়াছে। একে একে পাচটি সাম্রাজ্যের ইতিহাস, পাপের পতন, দুৰ্ব্বলের ধ্বংস, সৰলের উত্থান, কৰ্ম্মহীনের লয়,বর্মীর বিজয়, নররাজ্যের নশ্বরতা, স্থষ্টিয়াজ্যের অবিনশ্বরতা, অধৰ্ম্মের ক্ষয়, ধৰ্ম্মের জয়, দিল্লীর অঙ্গে অঙ্গে অঙ্কিত রহিছে। পাঁচটি সাম্রাজ্যের ভষ্ম অঙ্গে মাখিয়া, দিল্লী আজি কি উদাসীন মূৰ্ত্তিই ধারণ করিয়াছে। এত সাম্রাজ্যের উত্থান পতন, এত বিপ্লব, পৃথিবীর আর কোনও নগর দর্শন করে নাই, ভারত ভিন্ন পৃথিবীর আর কোনও দেশ দর্শন করে নাই, হিন্দুৰতি ভিন্ন । অন্ত কোনও জাতি এত বিপ্লবন্তরমাড়িঘাতে জীবিত থাকিতে পারে নাই । রোম নাই, গ্রীস নাই, তাহদের অপেক্ষ প্রাচীন ভারত আছে। সেই রোমজাতি, সেই গ্ৰীৰজাতি নাই, কিন্তু তদপেক্ষ পুরাতন হিন্দুজাতি কঙ্কালবিশিষ্ট হইয়াও এখন আছে। ভারত পড়ে, ময়ে না। দূিজাতি বলহীন হয়, चौबरौन श्य ना। ৰূর্ণহীন হয়, ধৰ্ম্মহীন হয় না। শ্বের সঙ্গে কর্থের ৰোগ হইলে, আবার মাথা তুলিয়া উঠবে। বাহুবল নখৰ, শ্বল অমর।

  • * .

পূপেৰেদি ৰা শ নিছি। নীিতে এক নি । হোটেলে, এবং দুই দিন বন্ধ পূজি মুখোপাধ্যা কলেজের । প্রফেসরের বাসা ছিলাম আঙ্গর ৰােগাইতেন, हिौध वनाम- ·