পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবীনচন্দ্রের গ্রন্থাবলী। مناو لاجو খ্যাত ডাক্তার তীযুক্ত বাবু হেমচন্দ্র সেন - ইহার দুটি দিন কি যত্বই করেন । দার্জিলিঙ্গে যে সর্দি হইয়াছিল, তাহ দিল্লী পৰ্য্যন্ত ভূগিতেছিলাম। হেম বাবু খাওয়াইলেন, চিকিৎসা করিলেন, আসিবার সময়ে ঔষধ সঙ্গে দিলেন। আমি বলিলাম, আমি ঠিক যেন কৰি হেম বাবুর ‘বাঙ্গালীর মেয়ের অবস্থা প্রাপ্ত হইলাম,— “খেয়ে যায়, নিয়ে যায়, আর যায় চেয়ে, “হায় ! হায় ! ওই ঘায় বাঙ্গালীর মেয়ে ।” দিল্লী হইণ্ডে আগ্রীয় আসি। আগ্রায় প্রথম সেকেন্দরী দেখিতে যাই । সেকেন্দরা সম্রাট আকবরের সমাধি, আগ্রী হইতে পাচ মাইল ব্যবধানে অবস্থিত। বাবর ও আকবরের হিন্দুধৰ্ম্মের প্রতি ষে প্রবণতা ছিল, ওজন্ত গেঁড় মুসলমানের যে র্তাহাদিগকে কাফের বলিত,-সেবেন্দরা দেখিলে ভাহা বিলক্ষণ বলতে পারা যায় । সেকেন্দরটি ঠিক যেন একটি হিন্দুর দেবালয়। মুসলমান সমাধির সেই গোলাকার গুম্বেজের চিহ্ন মাত্র নাই। হিন্দুদেবালয়ের চুড়া স্তরে স্তরে সজ্জিত রহিয়াছে। সকল সমাধিতেই মূল কবর মাটিতে ; তাহ মাটির স্তুপমাত্র। এই স্তুপের উপরের গৃহে, ঠিক একটি কবরাকৃতি, প্রস্তর কিংবা ইষ্টকের দ্বারা নিৰ্ম্মিত হয়। এই কবরকক্ষটি সেকেন্দ্বরাতে বড় অন্ধকার। সম্রাট আকবরের পোষাক যেমন আড়ম্বরপূক্ত ছিল, তাহার কবরও সেইরূপ। তাছা কেবল একটি নিৰ্ম্মল শ্বেতপ্রস্তরের বেীমাত্র। গবর্ণর জেনেরল লর্ড নৰ্থব্রুক, এক সহস্র টাকা মূল্যের একখানি ছা না কি প্রস্তুত করিয়া দিয়াfছলেন। তাহাও শুনিলাম, মোল্লাগঞ্জ চুরী করিয়াছেন। ভট্টালিকার 'তিলে একটি খেত্তমশ্মরনিশ্বিত অতি স্বল্পর কক্ষ আছে। ইহাতেও . শ্বেতস্বর্ণরের একটি কবরাকৃতি আছে। পূর্বে দ্বিতল স্ববর্ণে ও জন্য বর্ণে, রঞ্জিত ও চিত্রিত ছিল। তাহা কালে মলিন ইয়া