পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৯১২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী থাকিতেন এবং এই মুসলমান অন্তঃপুরেও হিন্দ্র সচার ব্যবহার রক্ষা করিতেন। " | r দেওয়ান-খাসে দাড়াইয়া যমুনার দিকে চাহিয়া মনে হইল,— “তব জল কল্লোল সহ কত সেন

  • নাদিল কোমও দিন সমরে ও ।

“তব জল বুদবুদ্ধ সহ কত রাজা “পরকাশিল, লয় পাইল ও । “আজি সব নীরব রে যমুনে। সব “গত তব বিভব কালে ও * দীর্ঘনিশ্বাস ফেলিয়া, স্বগলিত যমুনা-লহরী বিষাদমগ্ন-হৃদয়ে গাহিতে গাহিতে আগ্রা দর্শন শেষ করিয়া গৃহে ফিরিয়া আসিলাম। জয়পুর । , আগ্রা হইতে আমরা জয়পুর যাই ।” দিল্লীর ডাক্তর হেম বাধুত্ব জ্যেষ্ঠ সহোদর সংসারচন্দ্র সেন জয়পুরের মহারাজার প্রাইভেটু সেক্রেটারী। র্তfস্থার মন্ত্রীও এক জন বাঙ্গালী-কান্তিচন্দ্র মুখেপাধ্যায়। ইহঁরা উভয়ে জয়পুর স্কুলের শিক্ষক হইতে এরূপ উচ্চ । পদ অধিকার কবিয়াছেন। আমরা সংসার বাবুর অতিথি হই। যেখানে বাঙ্গালী, সেখানে দুর্গাকালী, সেখানে পাঠাবলি, আর সেখানেই দলাদলি । 13. জয়পুরে পছছিয়াই আমরা अश्वप्रङ द्रांछदा नलन कहि६७ যাই। একটি প্রকাও নগরের অষ্টম ভাগ ব্যপিয়া এই রাজবাটী। चड4द ईशत्र বর্ণনা কি কৰিব ? ইহা একটি মনোহর হর্থ্যাবলীর উষ্ঠান বলিলেও হয়। এক পার্শ্বে প্রকাও প্রাঙ্গণের চারিদিকে