পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র t د دهلا সমুদয় বিচারাগুয় ও কাৰ্য্যগুহ সজ্জিত রহিয়াছে। রাজাদিগের রাজ্যে উচ্চতম"শ্মচারীরাও ফরাসে তাক্লিয়া ঠেস দিয়া বসিয়া, যাবতীয় রাজকাৰ্য্য ও রিচারকার্য নিৰ্বাহ করেন। এখানে আইনষ্কামুনের তত ঘটা নাই, নর-রক্ত-শোষক জলেীকা উকিল মোক্তারের হট্টগোল নাই। বিচারকার্য্য একরূপ মোটামুটি সরল ও সহজভাবে নিম্পন্ন করা হয়। বৃটিশ রাজ্যের স্তা, ধৰ্ম্মবতারদের স্ববিচার ও স্বক্ষ বিচারের জালে পড়িয়া, প্রজাদের প্রাণাত্ত হয় না। প্রেমিক বৈষ্ণব কবি বলিয়াছেন,— “পরাণ ছাড়িলে পিরীত না ছাড়ে।” বৃটিশরাজ্যেও তাই,— “পরাণ ছাড়িলে উকিলে না ছাড়ে।” হিন্দুরাজ্যে বিচারকার্য্য কিরূপ সহজে নিম্পন্ন হইত, এ সকল *ান দেখিলে কতক বুঝিতে পারা যায়। তবে ক্রমে ক্রমে সকলই "লাল" হইয়া যাইতেছে। অন্ত প্রাঙ্গণে দেওয়ান-আম, তৃতীয় প্রাঙ্গণে "দেওয়ানখাস,” শ্বেত মৰ্ম্মর প্রস্তরের দুগ্ধ ফেণ-নিঙ অমল ধবল শোভায় শোভা পাইতেছে। ইহাদের স্তম্ভের অবসরে, নানা বর্ণের পুরু পর্দা ঝুলান রহিয়াছে এবং গৃহ বহুমূল্য উপকরণে ও স্ফটিক ঝাড়ে , সজ্জিত রহিয়াছে। এই দুই গৃহ দেখিলে, দিল্লীর ও আগ্রার দেওয়ান-গৃহ সকল কিরূপ সজ্জিত থাকিত, বুঝিতে পারা যায়। রাজবাটীর কেন্দ্রস্থলে মহারাজার আবাস-ভবন চন্দ্রমহল। একটি প্রকাও ত্রিতল অট্টালিক, বহুমূল্য ইংরাজী উপকরণে সজ্জিত । তাহার পশ্চাতে প্রশস্ত পুষ্পোপ্তান, জলপ্রণালীতে বিভক্ত এবং ফেtatয়াতে শোভিত। উদ্ধানের অপর প্রাস্তে ‘গোবিন্দজীর’ মনির। বৃক্ষাবন হইতে আনীত হইয়া গোবিন্দী এই রাজপুর মধ্যে স্থাপিত হন। মূর্তিটি কৃঞ্চপ্রস্তর নির্মিত, বড় মুন্দর বলিয়