পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । ১৯১৫ অনুসারে বিবাহ করেন। কিন্তু, তিনি তাহার পূর্ব স্ত্রীকে শুনিলাম:মুমধিক ভাল বাসেন । একদা রাজা তীহাকে জিজ্ঞ । করিলেন, “তোমার কিছু যদি दांझैौत्र থাকে, আমাকে বল তুমি আমায় কখনওঁ কিছু চাহ নাই” পতিব্ৰতা সতী উত্ত করিলেন —“আমার কিছুই বাঞ্ছনীয় নাই। লোকে আশীৰ্ব্ব করে, “তোর স্বামী মহারাজ হউক । বিধাতা-অামার স্বামীে মহারাজ করিয়াছেন, অতএব আমার আর বাঞ্ছনীয় কি হই। পারে ?” মহারাণী হইয়াও ইহঁর চরিত্রের কিছুমাত্র রূপাস্তর । বই । ইনি রাজার মহিষীভার গ্রহণ না করিয়া, দাসীভাবে পূৰ্ব্ব র্তাহার লেখা করেন । এক পাত্রে অ{হার করেন, ছায়ার : তাহার সঙ্গে থাকেন। সতিনী মহাতেজস্বিনী রাজপুত-ক গল্প এরূপ যে, মহারাজ এক দিন তাহার কি একটি কথা করেন নাই । বীরবালা লম্ফ দিয়া প্রাচীর হইতে অসি । নিষ্কাষিত করেন, ভয়ে মহারাজ চণ্ডিকার পদানত হন । N . সপত্নীর ছায়াতে থাকিয়াও, পূৰ্ব্ব পত্নী যে সতীত্বের ও নার আদর্শ দেখাইতেছেন, তাহতে সমস্ত জয়পুর মোহিত । অপরাহ্লে আমরা জয়পুরের শিল্প বিদ্যালয় দেখিতে । মৃত মহারাজ রাম সিংহের এটি একটি মহং কীৰ্ত্তি, তিনিই স্থাপন করিয়া গিয়াছেন । এখানে চিত্রের, কষ্ঠের, পিত্তল এবং মাটির পাত্র ও পুতুল ইত্যাদি নিৰ্ম্ম rের কার্য্য শিক্ষণ । হইতেছে। শিল্পবিদ্যার বেশ উৎকর্ষ দেখিলাম। একটি ২ কিনিতে আমার বড়ই ইচ্ছ ছিল। তাছাই কিনিতে দি বোধ হয়, ভেক লইব বলিয়া ভয় হইয়াছিল । , wo তাহার পর, মহারাজের ‘রামবাগ দেখিতে যাই। । এবং মনোহর উষ্ঠান, বুঝ, আর কোথাও মই । তাহা পার্শ্বে মিউজিয়ম বা "আজবের ঘর’ নিশ্বিত হইতেছে