পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৮৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসের পত্র । >>>"。 ও সৈনিকনিবাস। এক দিকে, দ্বিতলে একটি মুন্দর মদিকে, “যশোরেশ্বরী কালী, বিরাজ করিতেছেন। প্রতাপাদিত্যকে বন্ধী করিয়া আরিার সময়ে, মানসিংহ, জননীকেও বন্দিনী করিয়া আনিয়া তাহার রাজপুরী মধ্যে স্থাপিত করিয়াছেন। আমরা স্বথুন দর্শন করি, তখন পূজা শেষ হইয়াছে। প্রত্যহ একটি অজমুগু মাতাকে বলিদান দেওয়া হয়। মাতার সঙ্গে বঙ্গদেশের এই নৃশংস জীবহিংসাপাপও এখানে প্রবেশ করিয়াছে। তবে ইহারা বীরপুরুষ। ইহাদের বলিদান পদ্ধতি বঙ্গদেশের মত তেমন নিষ্ঠুর बाi१५ नम्र । शश्व इउ द१झ३ श्, स्टड़े निईत इव । নিতান্তই ব িদান দিতে হইবে, তাই যেন অনিচ্ছায়, প্রাঙ্গণের এক কোtণ এই কাৰ্য্য সমাপন করা হয় । খানিকটা বালির উপর ছাগলটিকে দাড় করাইয়া রাখিয়া, অকস্মাৎ খড়গাঘাতে তাহার মুগুছেদন করা হয়। রক্তটা বালির উপর মাত্র পড়ে, এবং প্রাঙ্গণভূমি স্পর্শ করিবার পূর্বেই স্থানান্তরিত হয়। আমাদের দেশের সেই বাদ্য, সেই নৃত্য, সেই মহিষ পাঠার উপর বীরত্ব, সেই ফাস, সেই ছাড়িকাঠ, সেই টানাটানি, সেই পশুত্ব, সেই হৃদয়-বিদারক নিষ্ঠুরতা এখানে নাই। হরি ! হরি ! ধৰ্ম্মের নামে জগতে কত্ত অধৰ্ম্মই সাধিত হয়। মানুষ যখন অমানবদনে নরবলি, এমন কি পুত্র কল্প বলি পর্যন্ত দিতে পারে, তখন এই নিৰ্বাক্ নিরপরাধ পশুহত্যা তাহদের স্বয় স্পর্শ কবিৰে কেন ? : ! মন্দিরের পর, দেওয়ান-আম, দেওয়ান-খাস, অন্তঃপুর-মহল ইত্যাদি ঠিক দিল্লীর অনুকরণেই সজ্জিত রহিয়াছে। সকলই শ্বেতপ্রস্তরে নিৰ্মিত, শিশমংলট যেন দিল্লী আগ্র অপেক্ষাৎ উৎকৃষ্ট। একট বক্ষে কাশী, মহ, দবন ইত্যাদি তীৰ্থস্থানে কৃষ্ণ প্রাচীরে চিন্ত্রিও রহিয়াছে। চিন্ত্রকর ধে বর্তমান শিল্প